Wednesday, December 17, 2025

কলকাতা লিগে আজ ফের মিনি ডার্বি, জয় লক্ষ‍্য মহামেডানের

Date:

Share post:

আজ ফের মিনি ডার্বি। কিশোরভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়া স্বাধীনতার পর তৃতীয় দল হিসেবে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং।

আজ শুক্রবার কিশোরভারতীয় ক্রীড়াঙ্গনে সাদা-কালো ব্রিগেডের সামনে মোহনবাগান। কলকাতা লিগের সুপার সিক্সে ফের এক মিনি ডার্বি। সবুজ-মেরুনের সামনে লিগ জয়ের কোনও সম্ভাবনা নেই। গ্রুপ লিগে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে উঠেছে বাস্তব রায়ের দল। সুপার সিক্সে শুক্রবারই প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগানের ডেভেলপমেন্ট টিম। অন্যদিকে, মহামেডান সুপার সিক্সে চারটি ম্যাচই জিতে খেতাবের খুব কাছে। গ্রুপ পর্ব মিলিয়ে ১৬ ম্যাচে মোট ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেভিড লাললানসাঙ্গারা। শুক্রবার মোহনবাগানকে হারালে খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবারের ধরাছোঁয়ার বাইরে গিয়ে টানা তিনবার কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করবে মহামেডান। ড্র করলেও লিগ জয়ের দৌড়ে এগিয়ে থাকবে সাদা-কালো ব্রিগেড। কারণ, গোল পার্থক্যেও এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বাকি এখনও তিনটি ম্যাচ। শেষ ম্যাচে তারা প্রতিপক্ষকে ১০ গোল দিয়েছে। ফলে গোল পার্থক্যও অনেকটা বাড়িয়ে নিয়েছে বিনো জর্জের দল। তাই ড্র নয়, মোহনবাগানকে হারিয়েই লিগ জিততে মরিয়া সাদা-কালো শিবির।

এই নিয়ে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন, “আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। সমর্থকদের সামনে মোহনবাগান ম্যাচ জিতেই লিগ জিততে চাই।” অন‍্যদিকে মোহনবাগান কোচ বাস্তব রায় বলেছেন, “অঙ্কের বিচারে আমাদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। তাই ফুটবলারদের বলেছি, চাপমুক্ত হয়ে নিজেদের সেরাটা দিতে।” মহামেডান জিতলে চ্যাম্পিয়নের ট্রফি পাবে লিগের বাকি সব ম্যাচ শেষ হলে।

আরও পড়ুন:এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে পরপর সোনা জয় ভারতের

spot_img

Related articles

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...