খলি.স্তানিদের বাধার মুখে স্কটল্যান্ডের ভারতীয় হাই কমিশনার

বিদেশের মাটিতে আবার প্রকাশ্যে খলিস্তানিদের দৌরাত্ম্য। কানাডার পর এবার স্কটল্যান্ডে বাধার মুখে পড়লেন ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী।

আরও পড়ুনঃখলিস্তানি নেতা নিজ্জর খুনে কানাডাকে সাহায্য করুন, ভারতকে অনুরোধ আমেরিকার

ব্রিটেনের ভারতীয় হাই কমিশন সূত্রের খবর, শুক্রবার দুরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। ভারতীয় হাই কমিশনারকে গুরুদ্বার পরিচালন সমিতির কয়েক জন সদস্য জানিয়ে দেন, তিনি স্বাগত নন। প্রাথমিকভাবে অনুমান, ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর সমর্থকেরাই এই ঘটনা ঘটিয়েছে।
খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিতর্কিত বিবৃতির পরে পর ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে।এই আবহে স্কটল্যান্ডের ঘটনায় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, আলবার্ট ড্রাইভে গ্লাসগো গুরুদ্বার কমিটির সঙ্গে বৈঠকের জন্য গিয়ে খলিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে পড়তে হয় ব্রিটেনের ভারতীয় হাই কমিশনারকে।

Previous articleঅভিষেকের ঘোষণা মতো বিকল্প পথেই দিল্লিযাত্রা তৃণমূলের
Next articleটানা বৃষ্টিতে আ.চমকা ধসে পড়ল বাড়ির দেওয়াল! বাঁকুড়ায় মর্মা.ন্তিক মৃ.ত্যু ৩ শিশুর