দিঘায় ‘দৈত্যা.কার’ কই ভোলা! নিলামে উঠল চড়া দাম

বাঙালির কাছে মাছ (Fish crazyness) নিয়ে মাতামাতি করার সুযোগ খুব একটা কম আসেনা। তবে কখনও কখনও বিরল প্রজাতির মাছ দেখলে তা উঠে আসে খবরের শিরোনামে। যেমনটা হল এই ‘দৈত্যাকার’ ভোলামাছটিকে ঘিরে। কার্যত হুলস্থুল পড়ে গিয়েছে দিঘায়। মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১১০ কেজি ওজনের কই ভোলা । সাধারণ মানুষ নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছেন না।

মৎস্যজীবীদের জালে মাঝেমধ্যেই বিশাল আকারের ভোলা মাছ ধরা পড়ে। এর আগে একবার ১৭৫ কেজি ওজনের এই প্রজাতির মাছ উঠেছিল। এবারের মাছটি তার থেকে সামান্য ছোট। মঙ্গলবার মাছটিকে নিলামে তোলা হয় দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে (Digha Fish Auction Centre)। দাম উঠেছে ২৫ হাজার টাকা। মাছ ব্যবসায়ীরা বলছেন গভীর সমুদ্রের এই ধরনের মাছ সচরাচর দিঘাতে মেলে না। তাই আপাতত বাংলাদেশের চাহিদার কথা মাথায় রেখে এই মাছ সেখানেই রফতানি করা হবে। ‘দৈত্যাকার’ এই ভোলামাছটিকে একবার দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গতবারের থেকে এবার কম ইলিশ ওঠায় অন্যান্য মাছের ওপর ব্যবসায়ীদের ভরসা করতে হচ্ছে। তাঁদের কথায় একটি ট্রলার এক বার মাছ শিকার করে ফিরে এলে যে বিপুল পরিমাণ খরচ হয়, অন্য মাছ বিক্রি করেই সেই খরচ তুলতে হচ্ছে। এই ধরনের মাছের বিক্রিতে কিছুটা হলেও টাকা উপার্জনে সুবিধা হবে বলেই মত মৎস্যজীবীদের।

Previous articleনির্ধারিত ট্রেন শেষে বাতিল, তা সত্ত্বেও দাবি আদায়ে বিপুল সমাগম: তৃণাঙ্কর
Next articleবাংলার মানুষ মমতার উপর আস্থা রেখেছেন: কেন্দ্রের বকেয়া আদায়ে সরব সায়নী