Thursday, January 15, 2026

মানুষ মে.রে নেতা হয়েছে মোদি, চব্বিশে স্বৈরা.চারীকে উপ.ড়ে ফেলুন: শোভনদেব

Date:

Share post:

বাংলার বঞ্চিত গরিব মানুষের ১০০দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। দিচ্ছে না প্রান্তিক মানুষের আবাস যোজনার ন্যায্য পাওনা। মঙ্গলবার বাংলার মানুষের অধিকার আদায়ে যন্তরমন্তরে শান্তিপূর্ণ ধর্ণা আন্দোলনে সামিল হয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

সেই ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বৈরাচারী তকমা দিয়ে তুলোধনা করেন। তিনি বলেন, “উনি মানুষকে মেরে নেতা হয়েছেন। আমরা স্বৈরাচারীর পদধ্বনি শুনছি। আমরা হিটলার, মুসোলিনি, স্ট্যালিনের নামের সঙ্গে পরিচিত। সেই স্বৈরাচারীদের লাইনে নতুন সংযোজন নরেন্দ্র মোদি। কৃষক আন্দোলন হলে মানুষকে পিষে মারে। গরিব মানুষের অধিকার রক্ষার আন্দোলন হলে ট্রেন, প্লেন বাতিল করে দেয় এই মোদি সরকার।”সুর চড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “কোনও গরিব মানুষ খেতে না পেলেও মায়ের গয়না বিক্রি করে না। কিন্তু এই মোদি ভারত মায়ের গয়না বিক্রি করে দিচ্ছেন। একের পর এক রাষ্ট্রায়ত্ত্ব সম্পত্তি বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে।”

১০০ দিনের টাকা নিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “কেউ অন্যায় করলে, দুর্নীতি করলে তার জন্য সকলকে শাস্তি দেওয়া যায় না। দেশের আইন বলে, কোনও দোষী ছাড়া পেয়ে গেলেও কোনও নির্দোষ যেন শাস্তি না পায়। আর মোদি বাংলার গরিব মানুষের টাকা আটকে তাঁদের শাস্তি দিচ্ছেন। যাঁরা ঘাম ঝরিয়েছে, রাস্তা বানিয়েছে তাঁদের হকের টাকা আটকে দিচ্ছে। তাই চব্বিশে স্বৈরাচারীকে উপড়ে ফেলুন, অভিষেকের হাত ধরে ফের নবজোয়ার নিয়ে আসুন।”

spot_img

Related articles

যত কাণ্ড ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনেই, স্টেডিয়ামে বাঁদর! পাখির উপদ্রবে থমকে গেল ম্যাচ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে(India Open )। দিল্লিতে দূষণের জন্য নাম তুলে নিয়েছেন ডেনমার্কের তারকা...

সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

ন্যানোর জন্য জমি কাড়ার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার জন্য সিঙ্গুরে (Singur) অনুমতি না...

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...