গুরুতর অভিযোগ স্বপ্নার, জবাব নন্দিনীর

স্বপ্না টুইটারে লিখেছিলেন, "এক ট্রান্সজেন্ডার অ্যাথলিটের কাছে আমি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক খুইয়েছি। আমার পদক ফেরত চাই।

তোলপাড় এশিয়ান গেমস। বলা ভালো নারীত্বের প্রশ্নে তোলপাড় এশিয়ান গেমস। আর এই প্রশ্ন তুলেছেন হেপ্টাথলনে মাত্র ৪ পয়েন্টের জন্য পদক হাতছাড়া করা বাংলার অ্যাথলিট স্বপ্না বর্মন। রবিবার এশিয়াডে দেশজ সতীর্থ নন্দিনী আগাসারার কাছে অল্পের জন্য পদক খুইয়েছেন গতবার হেপ্টাথলনে সোনাজয়ী জলপাইগুড়ির মেয়ে। ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার পর প্রচণ্ড ভেঙে পড়েন স্বপ্না। রবিবার রাতের সেই হতাশা সোমবার সকালে বিস্ফোরণের আকার নেয়। ট্যুইট করে চরম বিতর্ক বাঁধিয়ে দেন স্বপ্না। নাম না করে নন্দিনীর নারীত্ব নিয়ে প্রশ্ন তুলে পদক ফেরত চান বাংলার মেয়ে। পাল্টা জবাব দিয়ে নন্দিনী জানান, স্বপ্না প্রমাণ পেশ করুন। পরে স্বপ্না তাঁর ট্যুইট মুছে দিলেও বিতর্ক থামছে না।

স্বপ্না টুইটারে লিখেছিলেন, “এক ট্রান্সজেন্ডার অ্যাথলিটের কাছে আমি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক খুইয়েছি। আমার পদক ফেরত চাই। এটা আমাদের অ্যাথলেটিক্সের নিয়মের বিরুদ্ধে। আপনারা আমাকে সাহায্য ও সমর্থন করুন।” স্বপ্না তাঁর ট্যুইট মুছে দেওয়ার আগেই পাল্টা জবাব দিয়েছেন নন্দিনী। বলেছেন, “আমি জানি আমি কী। ওকে প্রমাণ দেখাতে বলুন। আমি পদক জিতেছি বলেই অনেকেই অনেক কথা বলতে শুরু করেছে। আমি এএফআই-এর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমি পদক জয়ের মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু দেশে ফিরে যেতে হচ্ছে। মায়ের শরীর ভাল নেই।” হেপ্টাথলনে ব্রোঞ্জ কার? বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

আরও পড়ুন:মাজিয়াকে ২-১ গোলে হারাল মোহনবাগান, জোড়া গোল ক‍্যামিন্সের