Thursday, November 13, 2025

নথিতে সমস্যা হলে তবেই অভিষেককে ডাকুন! ইডিকে ধ.মক হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

Date:

নথিতে সমস্যা হলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (AbhishekBanerjee) ডাকা হোক। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে (ED) সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে এদিন হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench) বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশ দেয়নি। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের (High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর যুক্তি ছিল, তদন্ত নিয়ে ইডিকে যে নির্দেশ বিচারপতি দিয়েছেন, তা সরাসরি তাঁর স্বার্থকে প্রভাবিত করছে। অথচ যে মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে, তাতে তিনি কোনও ভাবে যুক্ত নন। তবে ইডি, সিবিআই লাগিয়েও কিছুই প্রমাণ করতে পারবেন না মোদি, প্রথম থেকেই এই ভাষায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক। রাজনীতিগতভাবে পেরে না উঠে বারবার বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তবে এদিন দিল্লি থেকে কলকাতায় ফিরে অভিষেক সাফ জানান, আমি ইডিকে যা যা নথি দেওয়ার সবটুকু দেব। কিন্তু আমি নরেন্দ্র মোদির কাছে মাথানত করব না। তবে এদিন অভিষেক মনে করিয়ে দেন, আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ করব না। আমার অভিযোগ দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে। তবে এদিন ডিভিশন বেঞ্চে ইডির সমনের পক্ষে রায় হল। ইডির সমনে বেঞ্চ হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়েছে হাইকোর্ট। কিন্তু কোন নথির ভিত্তিতে সমন জারি করা হয়েছে তা জানাতে হবে আদালতকে। তবে অভিষেককে পাঠানো সমনের প্রথম অংশ নিয়ে ইডি সমর্থকরা ইতিমধ্যে তুলকালাম শুরু করলেও দ্বিতীয় অংশ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।

তবে এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি সৌমেন সেন উল্লেখ করেন, লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত যাবতীয় তথ্য তদন্তের স্বার্থে অত্যন্ত প্রয়োজনীয়। সেগুলি দ্রুত ইডিকে পেশ করতে হবে বলে উল্লেখ ডিভিশন বেঞ্চের। তবে অভিষেককে হাজিরা দিতে হবে কি না, এদিন ইডি আধিকারিকদের এমন প্রশ্ন করে ডিভিশন বেঞ্চ। এদিকে মঙ্গলবার অর্থাৎ ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন, সেই তদন্ত যেন ব্যাহত না হয়। তবে দিল্লিতে বাংলার বঞ্চিতদের কর্মসূচি থাকার কারণে মঙ্গলবারের সেই হাজিরা এড়িয়ে যান অভিষেক। পরে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। বৃহস্পতিবার দুপুর ২ টোয় ফের এই মামলার শুনানি রয়েছে।

তবে এদিন বিচারপতির নির্দেশ আপাতত ইডি যা যা নথি চেয়েছে, তা তাঁদের কাছে পাঠিয়ে দিন অভিষেক। তারপরও যদি ইডির সেই নথি মনঃপুত না হয়, তখন নয় তাঁরা আবার অভিষেককে তলব করার কথা ভাবতে পারেন। সে ক্ষেত্রে সব নথি খতিয়ে দেখে পুজোর পরে ইডি নতুন করে অভিষেককে সমন পাঠাতে পারে বলেও প্রস্তাব দিয়েছেন বিচারপতি।

 

 

 

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version