Sunday, November 16, 2025

স.র্বহারা মানুষের নিজেদের অধিকার ফিরে পেতে এই আন্দোলন চলবে: ফিরহাদ

Date:

বাংলার মানুষের দাবি আদায়ে দুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দিল্লিতে ধর্না কর্মসূচি নিয়েছিল। তারই রেশ টেনে বৃহস্পতিবার রাজভবনে লক্ষাধিক ভুক্তভোগীর চিঠি নিয়ে রাজ্যপালের কাছে হাজির হন তাঁরা। যদিও রাজ্যপাল এদিন রাজভবনে ছিলেন না।

এদিন বক্তব্য রাখতে গিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,বাংলার মানুষের অধিকার আদায়ে রাজঘাটে গান্ধীজিকে সম্মান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কয়েকজন শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। বিশাল পুলিশ বাহিনী দিয়ে গোটা রাজঘাট ঘিরে নিয়েছে অমিত শাহের পুলিশ। সাংবাদিকদের পর্যন্ত নিগ্রহ করা হয়েছে। তাঁদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। পরের দিন যন্তর মন্তরে বাংলার গরিব মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গিয়েছিল নিজেদের হকের টাকার দাবি নিয়ে। তাঁদেরও আটকে দিল দিল্লি পুলিশ। যে পরিমাণ পুলিশ দিয়ে তৃণমূলের গণতান্ত্রিক আন্দোলন আটকালো, সেই পুলিশ মণিপুরে পাঠালে এতদিনে রাজ্যটিতে শান্তি ফিরে আসতো।

এরপর অভিষেকের নেতৃত্বে যখন আমরা কৃষিভবনে গেলাম, তখন পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন কেন্দ্রের মন্ত্রী। তারপর আমাদের মন্ত্রী-সাংসদদের পুলিশ তুলে নিয়ে গেল। আমরা ভয় পাইনি। আমরা লড়াই করতে জানি। এই লড়াই শেষ হবে সেদিন, যেদিন সর্বহারা মানুষগুলো নিজেদের অধিকার ফিরে পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই চলবে।

সিপিএম টিভি চ্যানেলে বসে সেটিংয়ের কথা বলে। কিন্তু সিপিএম-বিজেপি এক ভাষায় কথা বলে। আসল সেটিং তো সিপিএম করে। সেটিং এ রাজ্যের কংগ্রেস করে। তাই ওরা বাংলার বুকে শূন্য হয়ে গিয়েছে। আমাদের ভোট শতাংশ কমেনি। কিন্তু সিপিএম-কংগ্রেসের ভোট সব বিজেপিতে চলে গিয়েছে।

Related articles

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...
Exit mobile version