Thursday, August 21, 2025

মধ্যরাতেও চলছে ইডির ত.ল্লাশি, খাদ্যমন্ত্রীর বাড়িতে সি.জার লিস্ট তৈরিতে ব্যস্ত আধিকারিকরা

Date:

রাজ্যজুড়ে ইডির (ED) তল্লাশির পর অবশেষে একে একে বেরিয়ে গেলেন ইডির আধিকারিকরা। ১৫ ঘণ্টা তল্লাশির পর বরানগর পুরসভার চেয়ারপার্সনের বাড়ি থেকে ঘন্টা দুয়েক আগে বেরিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সঙ্গে ছিলেন সেন্ট্রাল ফোর্সের অফিসাররাও। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত খাদ্যমন্ত্রীর (Minister of Food and Supply Department, West Bengal) বাড়িতে ইডির তল্লাশি চলছে বলে খবর। রাত দশটা থেকে সিজার লিস্ট তৈরির কাজ শুরু হয় যেটা বেশ কিছুটা সময় সাপেক্ষ বলেই ইডি সূত্রে খবর। তৃণমূলের ‘রাজভবন চলো’র দিনই রাজ্যজুড়ে ইডির (ED)তল্লাশিকে প্রতিহিংসার রাজনীতি বলেই দেখছে ঘাসফুল শিবির।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। পুরসভা নিয়োগ মামলায় বৃহস্পতিবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবার ইডির স্ক্যানারে একাধিক পুরসভা। মোট ১৪ টি জায়গায় এদিন একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে আচমকা তৃণমূলের রাজভবন অভিযানের দিনটিকেই কেন বেছে নেওয়া হল? তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষের বাসভবন ছাড়াও উত্তর ২৪ পরগণার একাধিক পুর প্রশাসকের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকের দল। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর চারটে থেকে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে তল্লাশি শুরু হয়। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়ের বাড়ি, লেকটাউন-শ্রীভূমি এলাকার বাসিন্দা দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান নিতাই দত্তের লেকটাউনের বাড়ি,বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, বরাহনগর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চৌধুরী, কামারহাটি পুরসভার টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও বৃহস্পতিবার ভোরে হানা দেয় ইডি। তবে এদিন ইডির তল্লাশি প্রসঙ্গে মন্ত্রী রথীন ঘোষ বলেন, এর আগেও তো বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি। কিন্তু কিছু তো পাওয়া যায়নি।এদিন মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, তাঁদের নেতা রথীন ঘোষকে জোর করে কালিমালিপ্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই তল্লাশি চালাচ্ছে ইডি। এটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এলাকার মানুষের আরও অভিযোগ, যখন প্রয়োজন তখন তাঁরা কাছে পান রথীন ঘোষকে। এমনকি রাত দশটার সময়ও যখন বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তখনও মন্ত্রীর বাড়ির সামনে থেকে নড়েননি এলাকার মানুষ।

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version