Sunday, November 9, 2025

বাংলার পাশাপাশি এবার প্রবাসের পুজোকেও ‘বিশ্ববাংলা শারদ সম্মান’, ২৬ তারিখ জেলায় কার্নিভাল: ইন্দ্রনীল

Date:

Share post:

পুজো উদ্যোক্তাদের উৎসাহ দিতে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ শুরু করেছে রাজ্য সরকার। এবছর বাংলার পাশাপাশি প্রবাসের পুজোকেও এই সম্মান দেওয়া হবে। এবছর সেই সম্মান ঘোষণা করা হবে ষষ্ঠীর দিন। রেড রোডের মেগা অনুষ্ঠানের আগের দিন ২৬ অক্টোবর জেলায় জেলায় বিসর্জনের কার্নিভাল হবে। শনিবার, সাংবাদিক বৈঠক করে একথা জানান পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। অন্যান্য বছরের মতো এবছরও কলকাতা ও জেলায় পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৩’ প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সারাবছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন সবাই। শারদোৎসবকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ২০১৩ সাল থেকে রাজ্য সরকার দুর্গাপুজোর সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দেওয়া হচ্ছে। এদিন ইন্দ্রনীল সেন (Indranil Sen) বলেন, কলকাতা ও সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বরানগর পুরসভা, বিধাননগর পুরনিগম এলাকায় বিভিন্ন বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান- ২০২৩’ দেওয়া হবে।

যে যে বিভাগে পুরস্কার

সেরা প্রতিমা
সেরা মণ্ডপ
সেরা ভাবনা
সেরা আলোকসজ্জা
সেরা পরিবেশবান্ধব পুজো
সেরা সাবেকি পুজো
সেরা সমাজচেতনা পুজো
সেরা অন্য ভাবনা পুজো

বিশেষ পুরস্কার

সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা পুরস্কার

কলকাতার পাশাপাশি জেলার পুজোকেও দেওয়া হবে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’। ষষ্ঠীর দিন এ বছর কলকাতা ও জেলার নির্বাচিত পুজো কমিটির ফলাফল ঘোষণা করা হবে।

অন্যদিকে বিদেশের পুজোগুলি সাধারণত তিথির নির্ঘণ্ট মেনে হয় না, সপ্তাহান্তে হয়ে থাকে। তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে। ১৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য কলকাতা তথ্যকেন্দ্র থেকে আবেদনপত্র পাওয়া যাবে এবং জমাও দেওয়া যাবে। জেলার পুজোগুলির ক্ষেত্রে অফলাইনে সংশ্লিষ্ট জেলার জেলা/ মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতর থেকে।

বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।

www.egiyebangla.gov.in www.wb.gov.in. https://bbss.wb.gov.in

ইন্দ্রনীল সেন জানান, ২৬ তারিখ জেলায় এবং ২৭ তারিখ কলকাতায় রেড রোডে পুজোর কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...