Friday, December 19, 2025

রিজওয়ান সেঞ্চুরি উৎসর্গ করলেন যু.দ্ধবিধ্বস্ত গাজার ভাইবোনদের

Date:

Share post:

পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মহাম্মদ রিজওয়ান বিশ্বকাপে ফিনিক্স পাখির মতো উড়ছেন! প্রথম ম্যাচে পঞ্চাশের পর শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন ওয়ানডে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি।বিশ্বকাপে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। যেভাবে অপরাজিত থেকে ৩৪৪ রান তাড়া করে দলকে জিতিয়েছেন, স্বাভাবিকভাবেই এই সেঞ্চুরির বিশেষ তাৎপর্য আছে রিজওয়ানের কাছে। ‘বিশেষ’ এই সেঞ্চুরি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার।

গত শনিবার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে ইজরায়েলিদের ওপর আক্রমণ করে। এতে কয়েক শ মানুষ নিহত হন। এই ঘটনায় পাল্টা হামলা চালায় ইজরায়েল। গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। সেখানকার প্রায় ২৩ লক্ষ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।বুধবার টুইটে রিজওয়ান লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’

গতকাল রিজওয়ানের অপরাজিত সেঞ্চুরি ও আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতেই পাহাড়সম রান তাড়া করে পাকিস্তান। শুরুতেই দুই উইকেট খোয়ানো পাকিস্তানকে পথ দেখান এই দুই ব্যাটার। শফিক আউট হয়ে ফিরে গেলেও থামেননি রিজওয়ান। সব বাধা সামলে জয় সঙ্গে নিয়েই মাঠ ছাড়েন তিনি। হায়দরাবাদে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দলের ৬ উইকেটের জয়ে অপরাজিত ১৩১ রান করেন রিজওয়ান।

১২১ বলের অনবদ্য ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। এমন সেঞ্চুরিতে ম্যাচের সেরাও হয়েছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রিজওয়ান। টুইটে তিনি লিখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন করেছে, তাদের কাছে কৃতজ্ঞ।’

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...