Monday, May 5, 2025

পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মহাম্মদ রিজওয়ান বিশ্বকাপে ফিনিক্স পাখির মতো উড়ছেন! প্রথম ম্যাচে পঞ্চাশের পর শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন ওয়ানডে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি।বিশ্বকাপে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। যেভাবে অপরাজিত থেকে ৩৪৪ রান তাড়া করে দলকে জিতিয়েছেন, স্বাভাবিকভাবেই এই সেঞ্চুরির বিশেষ তাৎপর্য আছে রিজওয়ানের কাছে। ‘বিশেষ’ এই সেঞ্চুরি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার।

গত শনিবার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে ইজরায়েলিদের ওপর আক্রমণ করে। এতে কয়েক শ মানুষ নিহত হন। এই ঘটনায় পাল্টা হামলা চালায় ইজরায়েল। গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। সেখানকার প্রায় ২৩ লক্ষ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।বুধবার টুইটে রিজওয়ান লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’

গতকাল রিজওয়ানের অপরাজিত সেঞ্চুরি ও আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতেই পাহাড়সম রান তাড়া করে পাকিস্তান। শুরুতেই দুই উইকেট খোয়ানো পাকিস্তানকে পথ দেখান এই দুই ব্যাটার। শফিক আউট হয়ে ফিরে গেলেও থামেননি রিজওয়ান। সব বাধা সামলে জয় সঙ্গে নিয়েই মাঠ ছাড়েন তিনি। হায়দরাবাদে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দলের ৬ উইকেটের জয়ে অপরাজিত ১৩১ রান করেন রিজওয়ান।

১২১ বলের অনবদ্য ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। এমন সেঞ্চুরিতে ম্যাচের সেরাও হয়েছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রিজওয়ান। টুইটে তিনি লিখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন করেছে, তাদের কাছে কৃতজ্ঞ।’

Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...
Exit mobile version