Monday, August 25, 2025

রাজস্থান কংগ্রেসে সন্ধির বার্তা! দায়িত্বে গেহলট, সহকারী পাইলট

Date:

বিধানসভা নির্বাচনের আগে দ্বন্দ্ব সরিয়ে সন্ধির বার্তা রাজস্থান(Rajsthan) কংগ্রেস(Congress)। হাইকমান্ডের উদ্যোগে অশোক গেহলট(Ashok Gehlot) ও শচিন পাইলটের(Sachin Pilot) মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে দিল কংগ্রেস। জানা যাচ্ছে, নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী বাছাই, দলের প্রচার কৌশল বাছাই, সবটাই থাকছে গেহলটের নিয়ন্ত্রণে। এবং সচিন পাইলট থাকবেন তাঁর সহযোগী হিসেবে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে এমনটাই।

শোনা যাচ্ছে, রাজস্থানে টিকিট বণ্টনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে অশোক গেহলটকেই। ২০০ আসনের মধ্যে ১২০-১৩০টি আসনেই প্রার্থী নির্বাচনের ভার গেহলটের উপর। এই আসনগুলিতে তিনি কোনও নতুন মুখ চাইলে আনতে পারবেন, চাইলে বিধায়কদের আসন বদলে দিতে পারবেন, চাইলে বিধায়কদের বাদও দিতে পারবেন। বাকি ৭০-৮০টি আসনে প্রার্থী বাছবেন শচিন পাইলট-সহ অন্য নেতারা। অর্থাৎ প্রার্থী বাছাইয়ের অংশীদারীতে অনেকটাই পিছিয়ে পাইলট। যার অর্থ ফের কংগ্রেস সরকার গঠিত হলে বিধায়কদলে প্রাধান্য থাকবে গেহলট অনুগামীদেরই।

কংগ্রেস সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে গেহলট ও পাইলট এখন একজোট। নিজেদের বিবাদ মিটিয়ে রাজ্যে বিজেপিকে (BJP) কীভাবে রুখে দেওয়া যায় সেই চেষ্টাই করছেন। তবে কংগ্রেসের তরফে এই দাবি করা হলেও, তাঁদের মধ্যে ঐক্য এখনও প্রকাশ্যে দেখা যায়নি। এখনও একসঙ্গে জনসভা করেননি পাইলট এবং গেহলট। কংগ্রেস চাইছে দ্রুত সেই কাজটা হয়ে যাক। অবশ্য ৫ বছর অন্তর সরকার বদল হয় রাজস্থানে। সেদিক থেকে এবার ক্ষমতায় আসার বিষয়ে আশাবাদী বিজেপি। তবে কংগ্রেসের দাবি অশোক গেহলট রাজস্থানে এখন অত্যন্ত জনপ্রিয় মুখ, ফলে রাজস্থানে সরকার বদলের চিরাচরিত রীতি বদলে যেতে চলেছে এবার।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version