Friday, November 14, 2025

রাজস্থান কংগ্রেসে সন্ধির বার্তা! দায়িত্বে গেহলট, সহকারী পাইলট

Date:

বিধানসভা নির্বাচনের আগে দ্বন্দ্ব সরিয়ে সন্ধির বার্তা রাজস্থান(Rajsthan) কংগ্রেস(Congress)। হাইকমান্ডের উদ্যোগে অশোক গেহলট(Ashok Gehlot) ও শচিন পাইলটের(Sachin Pilot) মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে দিল কংগ্রেস। জানা যাচ্ছে, নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী বাছাই, দলের প্রচার কৌশল বাছাই, সবটাই থাকছে গেহলটের নিয়ন্ত্রণে। এবং সচিন পাইলট থাকবেন তাঁর সহযোগী হিসেবে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে এমনটাই।

শোনা যাচ্ছে, রাজস্থানে টিকিট বণ্টনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে অশোক গেহলটকেই। ২০০ আসনের মধ্যে ১২০-১৩০টি আসনেই প্রার্থী নির্বাচনের ভার গেহলটের উপর। এই আসনগুলিতে তিনি কোনও নতুন মুখ চাইলে আনতে পারবেন, চাইলে বিধায়কদের আসন বদলে দিতে পারবেন, চাইলে বিধায়কদের বাদও দিতে পারবেন। বাকি ৭০-৮০টি আসনে প্রার্থী বাছবেন শচিন পাইলট-সহ অন্য নেতারা। অর্থাৎ প্রার্থী বাছাইয়ের অংশীদারীতে অনেকটাই পিছিয়ে পাইলট। যার অর্থ ফের কংগ্রেস সরকার গঠিত হলে বিধায়কদলে প্রাধান্য থাকবে গেহলট অনুগামীদেরই।

কংগ্রেস সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে গেহলট ও পাইলট এখন একজোট। নিজেদের বিবাদ মিটিয়ে রাজ্যে বিজেপিকে (BJP) কীভাবে রুখে দেওয়া যায় সেই চেষ্টাই করছেন। তবে কংগ্রেসের তরফে এই দাবি করা হলেও, তাঁদের মধ্যে ঐক্য এখনও প্রকাশ্যে দেখা যায়নি। এখনও একসঙ্গে জনসভা করেননি পাইলট এবং গেহলট। কংগ্রেস চাইছে দ্রুত সেই কাজটা হয়ে যাক। অবশ্য ৫ বছর অন্তর সরকার বদল হয় রাজস্থানে। সেদিক থেকে এবার ক্ষমতায় আসার বিষয়ে আশাবাদী বিজেপি। তবে কংগ্রেসের দাবি অশোক গেহলট রাজস্থানে এখন অত্যন্ত জনপ্রিয় মুখ, ফলে রাজস্থানে সরকার বদলের চিরাচরিত রীতি বদলে যেতে চলেছে এবার।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version