Friday, November 28, 2025

মোদির মা.ফিয়ারাজ! CAG রিপোর্টের দায়িত্বে থাকা আধিকারিকদের সরাল কেন্দ্রীয় সরকার

Date:

Share post:

কেন্দ্র সরকারের দুর্নীতি ফাঁস করার শাস্তি, বদলি করা হল ক্যাগ (CAG) আধিকারিকদের। গোটা বিষয়কে মোদির মা.ফিয়ারাজ বলে কটাক্ষ কংগ্রেসের। ক্ষমতায় এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে করতেও দেবেন না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত ছবি। বিরোধীদের বক্তব্য, বিজেপি সরকারের দুর্নীতি তুলে ধরলেই সেই সৎ আধিকারিককে বদলি করে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে বাদল অধিবেশনে পেশ হওয়া সিএজি রিপোর্ট (CAG Report) তৈরির নেপথ্যে তিন আধিকারিককে বদলির কথা উল্লেখ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, “নীরবতা এবং ভীতি প্রদর্শনের আড়ালে মোদি সরকার মাফিয়া রাজ চালাচ্ছে। সেই দুর্নীতি কেউ ফাঁস করলেই তাঁকে সরানো অথবা ভয় দেখানো হচ্ছে।”

জয়রাম জানান, আয়ুষ্মান ভারত এবং দ্বারকা এক্সপ্রেসওয়েতে দুর্নীতি সামনে আনা তিন আধিকারিককে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বদলি করা হয়েছে। এই বদলি নির্দেশিকা প্রত্যাহারের দাবি করেছে কংগ্রেস। তৃণমূল সাংসদ জহর সরকারের মতে, “সিএজির যে আধিকারিকরা মোদি সরকারের আয়ুষ্মান ভারত এবং ভারতমালা প্রকল্পে দুর্নীতি সামনে এনেছিলেন, তাঁদের বদলি করা হয়েছে। আর হবে নাই বা কেন। মোদির সবচেয়ে ঘনিষ্ঠ সচিব তাঁকে গুজরাটে হিংসায় যুক্ত থাকতে দেখেছেন, সেই আধিকারিকই এখন তাঁর প্রিয় সিএজি। তবে টার্গেট শুধু বিরোধী শাসিত রাজ্য।”

উল্লেখ্য আয়ুষ্মান ভারত এবং ভারতমালা প্রকল্পে অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল সিএজি রিপোর্টে। সংসদের বাদল অধিবেশনে সেই রিপোর্ট পেশ করা হয়। যে তিন আধিকারিক এই রিপোর্ট তৈরির দায়িত্বে ছিলেন, এবার তাঁদের বদলি করে দিল কেন্দ্রীয় সরকার। উল্লেখিত দুটি প্রকল্প ছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক ও প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ধরে সিএজি। তিনজনের মধ্যে দুজন অডিট এবং অ্যাকাউন্ট অফিসার দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের রিপোর্ট তৈরির দায়িত্বে ছিলেন। তৃতীয় আধিকারিক আয়ুষ্মান ভারত প্রকল্পের অডিট শুরুর উদ্যোগ নিয়েছিলেন।

কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, গণবন্টন ও পরিকাঠামোর প্রিন্সিপল ডিরেক্টর, অডিট, অতুরবা সিনহাকে কেরলের তিরুঅনন্তনপুরমের অ্যাকাউনট্যান্ট জেনারেল পদে বদলি করা হয়েছে। কয়েক মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারের কোপে পড়তে হয়েছে তাঁকে। অতুরবা সিনহার জায়গায় আনা হয়েছে রাজীব কুমার পাণ্ডেকে। অতুরবা সিনহা ছিলেন ভারত মালা প্রকল্পের অডিটের দায়িত্বে। কেন্দ্রীয় সরকারের দাবি, ফাঁকা পড়়ে থাকায় এই পদে তাঁকে বদলি করা হয়েছে। অপর আধিকারিক উত্তর মধ্য অঞ্চলের ডাইরেক্টর জেনারেল অশোক সিনহাকে বদলি করা হয়েছে রাজভাষা বিভাগের ডিরেক্টর জেনারেল পদে। সূত্রের খবর, তিনিই প্রথম আয়ুষ্মান ভারত প্রকল্পের অডিট শুরু করেছিলেন।

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...