Monday, December 15, 2025

দূরত্ব অতীত, মহালয়াতেই এক মঞ্চে অরিজিৎ – সলমন!

Date:

Share post:

আর মাত্র ২০ ঘণ্টা, তারপরেই ভারত পাক মহাযুদ্ধ (CWC 2023 Ind v/s Pak)। উন্মাদনার পারদ চড়ছে। বাড়ছে দেশ বিদেশের অতিথির সংখ্যা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান (CWC Opening Ceremony)না হওয়ার দুঃখ ভুলে আগামিকাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi) ধামাকাদার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে BCCI। সেই মঞ্চে বড় চমক অরিজিৎ – সলমনের (Arijit Sing- Salman Khan) যুগলবন্দি। ৯ বছরের তিক্ততা ভুলে কাছাকাছি এসেছেন গায়ক নায়ক। কিছুদিন আগেই অরিজিৎ (Arijit Singh)বলিউডের ভাইজানের বাড়িতে গেছেন বলে খবর ছিল। তখনই সব মিটমাট হয়ে যাবে বলে আশা করছিলেন ফ্যানেরা। সেই জল্পনাই সত্যি হল! এবার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের আগে মঞ্চে একসঙ্গে দেখা যাবে অরিজিৎ সিং – সলমন খানকে (Arijit Sing- Salman Khan)।

দেবীপক্ষের সূচনায় বিশ্বকাপ ক্রিকেটে আমদাবাদে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India v/s Pakistan)। এক দিন আগে থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে ভিড় জমাচ্ছেন দর্শক। খেলা শুরু হবে দুপুর ২টো থেকে। তবে অনুষ্ঠান শুরু হবে ১২.১০ মিনিট নাগাদ। সেখানেই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে গান গাওয়ার সুযোগ এল অরিজিতের কাছে। তিনি একা নন, শনিবার এই অনুষ্ঠানে দেখা যাবে রণবীর সিং (Ranveer Sing), তামান্না ভাটিয়া (Tamanna Bhatiya), সুখবিন্দর সিং- এর (Sukhbindar Singh) মতো তারকাদের। অতিথি আসনে অমিতাভ বচ্চন- রজনীকান্ত। এবার সলমন খানকেও নাকি দেখা যাবে বলে সূত্র মারফত খবর মিলেছে। শোনা যাচ্ছে সলমন নিজের আসন্ন ছবি ‘টাইগার ৩’-এর প্রচার কাজ শুরু করবেন ভারত-পাক ম্যাচের দিনই। তাই অরিজিৎ – সলমন দূরত্ব এখন অতীত, ৯ বছর পর একফ্রেমে দুই মহাতারকা।

সূত্রের খবর, এই ম্যাচের জন্য বিশেষ ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের প্রতিনিধি রবীন্দ্র কুমার জানান, এই ড্রোনগুলি ১২০ মিটার উচ্চতায় ১২ ঘন্টা ধরে উড়তে পারবে। এবং স্টেডিয়ামের পার্শ্ববর্তী ৫ কিলোমিটার এলাকা জুড়ে তদারকি করতে পারবে। এই ড্রোনে ফুল এইচডি ক্যামেরা থাকবে। এদিকে জানা যাচ্ছে, ১৫ হাজার নিরাপত্তা কর্মী ব‍্যবস্থা করা হচ্ছে এই ম‍্যাচকে ঘিরে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে র‌্যাফ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ানদের। থাকবেন হোমগার্ডেরাও। শুধু স্টেডিয়ামের দায়িত্বে থাকবেন ১১ হাজার পুলিশ কর্মী।

spot_img

Related articles

তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ টানতে বড় করছাড় রাজ্যের

তথ্যপ্রযুক্তি শিল্পকে আরও উৎসাহ দিতে সম্পত্তি করের ক্ষেত্রে বড় ছাড়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর...

একই দিনে মুর্শিদাবাদের পর এসআইআই আতঙ্কে আত্মহত্যার অভিযোগ দুর্গাপুরে

দুর্গাপুরের ইস্পাত নগরীর ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকায় নাগরিকত্ব হারানোর আতঙ্কে (SIR Controversy) ফের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ...

৩২ বছর পর ফের হুগলিতে ‘বিশ্ব ইজতেমা’

ইজতেমার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন...

মেসির হাতে টিম ইন্ডিয়ার জার্সি, তারকা সমাবেশে সফল আয়োজন দিল্লির

হায়দরাবাদ, মুম্বইয়ের পরে এবার দিল্লিতে সফলভাবে আয়োজিত হল মেসির (Messi)গোট ইভেন্ট। বিমানবিভ্রাটের জন্য সোমবার নির্ধারিত সময়ের কিছুটা পরেই...