Tuesday, December 16, 2025

নিয়োগ মামলার ত.দন্তে পুনর্বহাল মিথিলেশ কুমার মিশ্র, নির্দেশ প্রত্যাহার বিচারপতি সিনহার

Date:

Share post:

নিয়োগ-সহ রাজ্যের সমস্ত মামলা থেকে ইডির সহকারী অধিকর্তা মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।শুক্রবার তিনিই ইডির আবেদন মঞ্জুর করে অপসারিত রাজ্যের সমস্ত তদন্তে মিথিলেশকুমারকে ফেরালেন।

ইডির সহকারী অধিকর্তার বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিনহার দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে রুদ্ধদ্বার কক্ষে শুনানিতে ইডির আবেদন মঞ্জুর করেন বিচারপতি সিনহা। নিয়োগ-সহ সমস্ত মামলায় ফেরানো হল ইডির সহকারী অধিকর্তাকে। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি সঠিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।

গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশকুমারকে রাজ্যের সমস্ত মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। তার আগে ২৫ সেপ্টেম্বর এই মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন মিথিলেশ। ইডির বিশেষ তদন্তকারী দলের প্রধান আধিকারিক মিথিলেশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন মিথিলেশের কাজে তিনি অসন্তুষ্ট, তার ব্যাখ্যাও দেন বিচারপতি।

এর পরেই ইডিকে বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় ইডির সহকারী অধিকর্তাকে। বৃহস্পতিবার সেই ইডি কর্তা আবার ফিরে আসেন বিচারপতির এজলাসে। বার বার আদালতের ভর্ৎসনার মুখে পড়েও তিনি আদালতে আর্জি জানান, নিয়োগ মামলার তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে তাঁকে যেন সরানো না হয়। তার পরই আজ সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি।

spot_img

Related articles

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...