Tuesday, August 26, 2025

একটা রুপোলি রেখা: সমলি.ঙ্গ বিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে মত সুচেতনের

Date:

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhatterjee) সন্তান রূপান্তরকামী পুরুষ। নিজেই সেকথা জানিয়েছেন সুচেতন। যিনি আগে ছিলেন সুচেতনা। মঙ্গলবার, শীর্ষ আদালত (Supreme Court) সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেয়নি। এই বিষয়ে কী বলছেন সুচেতন? বিষয়টি নিয়ে পুরোপুরি হতাশ নন, তিনি। বরং একটি রুপোলি রেখা দেখতে পাচ্ছেন এই রায়ের মাধ্যমে।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সমকামী সম্পর্ককে বৈধ বলে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপর, চলতি বছরের মে মাস থেকে সমলিঙ্গের বিয়ে নিয়ে চলছে শুনানি। মঙ্গলবার, রায়দান হয়। প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চে এর শুনানি হয়। সেখানে জানানো হয়, সহবাসে সম্মত হলেও সমলিঙ্গের বিয়ের ক্ষেত্রে কেন্দ্রের হাতেই সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম আদালত। যেকোনও সমাজ বা দেশের কোনও ব্যক্তির জীবনসঙ্গী বেছে নেওয়ার মধ্যে সেই ব্যক্তি জীবনের দিশা খুঁজে পান। এটা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আইনে কোথাও সমলিঙ্গের বিয়ের বৈধতার কথা বলা নেই। সে ক্ষেত্রে সংসদের অধিবেশনেই আইন পরিবর্তন করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

এই নিয়ে সুচেতন ভট্টাচার্যের মত, “ট্রান্সজেন্ডার পুরুষ হিসাবে আমার মনে হয়, এই রায়ে আশার আলো রয়েছে। তবে কিছুটা হতাশাও আছে। একটি সংবেদনশীল আলোচনা হয়েছে, বিশেষ করে ভারতের প্রধান বিচারপতি LGBTQIA+ সম্প্রদায় এবং দৈনন্দিন জীবনে তাঁরা যে সংঘর্ষে মুখোমুখি হন তা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এই রায় থেকে এটা স্পষ্ট যে এখনও অনেক পথ যেতে হবে।“

 

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এক মাত্র সন্তানের একজন জীবনসঙ্গী আছেন। এই রায়ের পরে সুচেতন বলছিলেন, “আমি আর সুচন্দা বিয়ে করতে চাইছি এমন নয়। কিন্তু বিয়ে করার অধিকারটা আমাদের অন্যদের মতোই থাকা উচিত!“

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version