Friday, August 22, 2025

আগামিকাল আইএসএল-এ নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষকে সমীহ লাল-হলুদ কোচের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ এফসি গোয়া। ম্যাচটা ঘরের মাঠে খেলার কথা ছিল। কিন্তু পুজোর সময় কলকাতায় নিরাপত্তাজনিত কারণে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটা ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে ভুবনেশ্বরে।শনিবার বিকেল সাড়ে পাঁচটায় খেলা কলিঙ্গ স্টেডিয়ামে। শুক্রবার কলকাতা থেকে ভুবনেশ্বর পৌঁছয় ইস্টবেঙ্গল। দলের সঙ্গে গিয়েছেন নতুন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি মাহের। গোয়া দুই ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে। ৬ পয়েন্ট নিয়ে তারা লিগে তিন নম্বরে। অন্যদিকে, কার্লোস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে। ভুবনেশ্বর থেকে তিন পয়েন্ট আনতে চায় লাল-হলুদ ব্রিগেড।

ক্লেটন সিলভাদের কোচ প্রতিপক্ষকে প্রচণ্ড সমীহ করছেন। কলকাতা ছাড়ার আগে কুয়াদ্রাত বলেছেন, “গোয়া প্রথম দুটো ম্যাচই জিতে ছ’পয়েন্ট পেয়েছে। ওদের একশো শতাংশ দক্ষতা দিয়ে খেলছে। ডুরান্ড কাপে ওরা মোহনবাগানের কাছে হেরে ছিটকে গিয়েছিল রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়ে। ওরা ভবিষ্যতের জন্য ভাল দল গড়ছে। তবে আমরা গোয়ার বিরুদ্ধে খেলার জন্য তৈরি।” আগের বেঙ্গালুরু এফসি ম্যাচে কিছু সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে গিয়েছিল। তাই রেফারিং নিয়ে বেশ চিন্তিত কুয়াদ্রাত। দু’সপ্তাহের বিরতিতে ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন লাল-হলুদ কোচ। ক্লেটন, নাওরেম মহেশ গোল পাচ্ছেন বলেও স্বস্তিতে। তবে হোম ম্যাচ সমর্থকদের সামনে খেলার সুযোগ পাচ্ছেন না বলেও আক্ষেপ করছেন কুয়াদ্রাত। এই নিয়ে তিনি বলেন,” সমর্থকদের জন্য আমার খুবই খারাপ লাগছে। এই ম্যাচটা ঘরের মাঠে খেলতে পারছি না। ঘরের মাঠে আমাদের প্রতিটি ম্যাচেই সমর্থকেরা আমাদের বাড়তি শক্তি জোগায়। কিন্তু ক্লাবের ভালর জন্যও তো আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হয়।”

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে একাধিক রেকর্ড কোহলির

 

spot_img

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...