STF-এর অভিযান, পুজোর মুখে শহরে উদ্ধার ১৬ কোটির মাদক

পুজোর আনন্দে মেতেছে গোটা রাজ্য। ঠিক সেই সময় বাংলার মাটি থেকে উদ্ধার হল ১৬ কোটি টাকার মাদক। পঞ্চমীর দিন বনগাঁর গাইঘাটাতে এক খামার বাড়িতে অভিযান চালিয়েছে এসটিএফ। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ মাদক। এই ঘটনায় দুই মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, গাইঘাটা থানার বিষ্ণুপুর গ্রামের এই খামারবাড়ির খোঁজ গোপন সূত্রে পেয়েছিল এসটিএফ। সেখানেই পঞ্চমীর দিন গোপনে অভিযান চালায় গোয়েন্দা বিভাগ। তল্লাশি অভিযান চলাকালীন উদ্ধার হয় ১৬ কোটি টাকার মাদক। STF জানতে পেরেছে কোটি কোটি টাকার ক্রড হেরোইন এনে এই জায়গায় মিশ্রণ ও পরিশোধন করা হতো। তারপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় পাচার করা হতো মাদক। পোল্ট্রি, ছাগল ও গরু থাকার ছাউনীর আড়ালেই চলতো এই কারবার। তল্লাশি অভিযানে চালানোর পর এসটিএফ-এর তরফে জানা গেছে, খামারবাড়ির দোতলার শোয়ার ঘর, বাথরুম, রান্নাঘরকে কার্যত হেরোইন তৈরির কারখানায় রূপান্তরিত করা হয়েছে। কোন জায়গায় সাজানো হয়েছে হেরোইনের প্যাকেট কোথাও আবার বিশেষ প্রকার লিকুইড মিশ্রিত হেরোইন শুকোতে দেওয়া হয়েছে, আবার পাশের কোন ঘরে চলছে প্যাকেজিংয়ের কাজ।

Previous articleদুর্গোৎসবে মাতলো রাজধানী, আরামবাগ পুজো সমিতির এবারের থিম ‘সবুজ মাটির খোঁজ’
Next articleসংঘাত চরমে, ভারতের চাপে ৪১ কূটনীতিককে দেশে ফেরাচ্ছে কানাডা