Tuesday, December 2, 2025

হামাস ও পুতিনকে এক আসনে বসিয়ে একযোগে আক্রমণ বাইডেনের

Date:

Share post:

যুদ্ধ জারি রয়েছে হামাস ও ইজরায়েলের মধ্যে। এই পরিস্থিতিতে ইজরাইলের পাশে দাঁড়িয়ে তাকে অস্ত্র সাহায্য করছে আমেরিকা। তবে যুদ্ধ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পথ চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এবার তাকেই হামাসের সঙ্গে এক সারিতে বসিয়ে আক্রমণ শোনালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমার সঙ্গে পুতিনের তুলনা টেনে তিনি বললেন, এদের পরাজিত করা আমেরিকার কর্তব্য। বলার অপেক্ষা রাখে না মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

মার্কেট প্রেসিডেন্ট জো বাইডেন প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে এক সারিতে বসিয়ে তিনি বলেন, হামাস জঙ্গি গোষ্ঠী ও পুতিনের ধরন ভিন্ন হতে পারে কিন্তু দুই শক্তিই গণতন্ত্র বিরোধী। তাই এক মহান দেশ হিসেবে তাদের পরাজিত করা আমেরিকার কর্তব্য। হামাসের মতো জঙ্গিগোষ্ঠী কিংবা পুতিনের মতো স্বৈরাচারী কাউকেই জিততে দেওয়া যাবে না। কোনোভাবেই তারা জিততে পারবে না। ইজরায়েলকে সাহায্য করাটা মার্কিন স্বার্থে যে গুরুত্বপূর্ণ সে কোথাও এদিন স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে এই যুদ্ধ পরিস্থিতিতে রাজনীতির গন্ধ লেগেছে আমেরিকার মাটিতে। আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি রীতিমতো খোঁচা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তিনি বলেন, গোটা বিশ্ব জ্বলছে আর সেটা থামাতে আমেরিকার দরকার একজন নতুন শক্তিশালী নেতৃত্ব। আফগানিস্তানের প্রতি দুর্বলতা, ইউক্রেনের বিষয়ে ধীরগতি না দেখালে এই পরিস্থিতি আসতই না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি।

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...