Thursday, August 21, 2025

আজ থেকে সারারাত চলবে মেট্রো, সপ্তমীর ভিড় সামলাতে সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ!

Date:

সপ্তমীর (Saptami) সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর যান চলাচল (Traffic )নিয়ে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয়নি। বিকেল চারটে পর্যন্ত স্বাভাবিক ছিল ট্র্যাফিক পরিষেবা। বাংলার সর্বত্র এখন পুজোর আমেজ। আজ থেকে সরকারি- বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ। তবে সকাল থেকে মেট্রো পরিষেবা (Metro Service) বন্ধ থাকার কারণে একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছে অনেককেই। কিন্তু কলকাতা মেট্রোর তরফে বলা হয়েছে আজ থেকে সারারাত পাতাল রেল চলবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার রুটে (Dakshineswar to Kavi Subhash)। পাশাপাশি শিয়ালদহ থেকে সেক্টর ফাইভেও সারারাত মেট্রো পাওয়া যাবে। দুপুর পর্যন্ত ট্র্যাফিক পরিষেবা নিয়ে খুব একটা বেশি হিমশিম খেতে হয়নি পুলিশকে(Kolkata Police)। তবে আজ সন্ধ্যায় রেকর্ড ভিড়ের আশঙ্কা করা হচ্ছে সব বড় বড় পুজো মন্ডপ সংলগ্ন রাস্তায় তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে লালবাজার।

পুলিশের তরফে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী এলাকা এবং উত্তর কলকাতার হাতিবাগানের মতো এলাকাগুলিতে। দর্শনার্থীদের সুরক্ষার দিকে নজর দেওয়ার পাশাপাশি যাতে কোনভাবেই ট্র্যাফিক নিয়ম কেউ না লঙ্ঘন করেন তাও নিশ্চিত করা হচ্ছে। বিকেল যত গড়াচ্ছে ততই দক্ষিণ কলকাতার ওপর ট্রাফিকের চাপ আস্তে আস্তে বাড়ছে। বড় বড় পুজো মণ্ডপ সংলগ্ন মেট্রো স্টেশনের জন্য অতিরিক্ত আরপিএফ (RPF)মোতায়েন করেছে কলকাতা মেট্রো। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা দল রাখা হয়েছে বলে খবর।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version