Monday, August 25, 2025

প্রথমে গাড়িতে ধাক্কা তারপর প্রকাশ্য রাস্তায় মাথায় ঘুষি মেরে খুন করা হলো এক শিখ বৃদ্ধকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার(America) নিউইয়র্কে। মৃত ওই ব্যক্তির নাম জাসমির সিং। গত ১৯ অক্টোবর রাস্তায় গাড়ি চালিয়ে ফিরছিলেন ৬৬ বছর বয়সি এই শিখ বৃদ্ধ। সেই সময়ই ঘটে এই ঘটনা।

জানা গিয়েছে ঘটনার দিন নিউইয়র্কে রাস্তায় গাড়ি নিয়ে ফিরছিলেন জাসমির সিং। সেই সময়েই তাঁদের গাড়িতে ধাক্কা মারে ৩০ বছর বয়সি যুবক গিলবার্ট অগাস্টিন। সঙ্গে সঙ্গেই পুলিশে ফোন করে অভিযোগ জানাতে যান জাসমির। কিন্তু বাধা দিয়ে তাঁর ফোন কেড়ে নেয় অভিযুক্ত। দুপক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজের গাড়ির কাছে ফিরে আসেন জাসমির। সেই সময়েই পিছন থেকে তাঁর মাথায় তিনবার ঘুষি মারে অভিযুক্ত গিলবার্ট ও তার এক সঙ্গী। আঘাত সামলাতে না পেরে রাস্তায় পড়ে যান জাসমির। মাথায় গভীর চোট লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরের দিনই মাথায় আঘাতের কারণে মৃত্যু হয় শিখ বৃদ্ধের। নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর, আটক করা হয়েছে অভিযুক্তকে।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই টুইট করেছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেন, “নিউ ইয়র্কের সমস্ত বাসিন্দাদের তরফে শিখদের জানাতে চাই, আমাদের সমবেদনার চেয়েও অনেক বেশি কিছু রয়েছে আমাদের মনে। শিখদের রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কয়েকদিনের মধ্যেই শিখ নেতাদের সঙ্গে আমরা দেখা করব, তাঁদের সমস্যার কথা শুনব। জাসমির সিং এই শহরকে খুব ভালোবাসতেন। মৃত্যু নয়, অন্য অনেক কিছু এই শহর থেকে তাঁর প্রাপ্য ছিল।” তবে মার্কিন মুলুকে শিখদের উপরে হামলার বেশ কিছু ঘটনা গত কয়েকদিন ধরে খবরে উঠে আসছে।

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version