মোদিরাজ্যে রাসায়নিক কারখানায় ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! কোটি টাকার ক্ষ.য়ক্ষতির আ.শঙ্কা

মোদি রাজ্যের (Modi State) রাসায়নিক কারখানায় (Chemical Factory) ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। বুধবার সকালে গুজরাটের (Gujrat) আরাবল্লী (Aravalli) জেলার এক রাসায়নিক কারখানায় আচমকাই আগুন লেগে যায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘ চার মাস ধরে বন্ধ থাকা একটি ইকো ওয়েস্ট কারখানায় এদিন প্রথমে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ও পরে তা ভয়াবহ আকার নেয়।

জানা গিয়েছে, এদিনের আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাসায়নিক ভর্তি ৬০টিরও বেশি ট্যাংকার আগুনে পুড়ে গিয়েছে। দুর্ঘটনার জেরে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। খবর পেয়েই দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার ভোররাতের জ্বলন্ত রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। ভিডিওতে দেখা যায় যে রাসায়নিক কারখানায় বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে এবং ধোঁয়ায় কালো হয়ে গিয়েছে গোটা এলাকা।

 

 

 

Previous articleবে.নজির ঘটনার সাক্ষী গুজরাট হাইকোর্ট, উ.ত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন দুই বিচারপতি !
Next articleশিক্ষায় গৈ.রিকীকরণ! পাঠ্যপুস্তকেও ‘India’ বদলে ‘ভারত’, সুপারিশ NCERT-র