Sunday, August 24, 2025

কার্নিভাল ঘিরে সকাল থেকেই উৎসবের মেজাজে তিলোত্তমা, নিরাপত্তার আঁটোসাঁটো

Date:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। ইউনেস্কোর তকমা পাওয়া কলকাতার দুর্গাপুজোর মেগা কার্নিভ্যাল। আজ, শুক্রবার ৯৬টির মতো পুজো রেড রোডের এই কার্নিভালে অংশ নেবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভিভিআইপি ব্যক্তিত্বরা। তাই বিসর্জন শোভাযাত্রার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রেড রোড। সকাল থেকেই যান চলাচল বন্ধ করা হয়েছে রেড রোড।

*একনজরে কার্নিভালের নিরাপত্তা*

১. শুধুমাত্র রেড রোডেই থাকছে ৫০০ পুলিশ। আশেপাশের সংযোগকারী রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে থাকছে ২০০০ পুলিশ।

২. কার্নিভালে থাকছেন ১৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। ৮ জন জয়েন্ট সিপি পদমর্যাদার।

৩. চারটি ওয়াচ টাওয়ার দিয়েও নজরদারি চালানো হবে কার্নিভাল চত্বরে।

৪. কোনও নাশকতা এড়াতে বালির বস্তার তৈরি বাঙ্কার রাখা হচ্ছে।

৫. এবারও জায়ান্ট স্ক্রিনে কার্নিভাল দেখার ব‌্যবস্থা থাকছে।

৬. সকাল ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে রেড রোড।

৭. শোভাযাত্রা শুরু বিকেল চারটে থেকে।

৮. বেলা ১২টা থেকে পুজো কমিটিগুলি মণ্ডপ থেকে শোভাযাত্রা নিয়ে বের হয়ে টেড রোডে একে একে হাজির হবে।

৯. কার্নিভালের পর বিসর্জনের জন‌্য ঘাটগুলির নিরাপত্তাও
জোরদার করা হয়েছে।

রাতে কার্নিভাল মানুষ যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারেন তার জন্য এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালানো হবে। যে বাসগুলি চলবে মধ্যরাত পর্যন্ত। এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউটাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড-পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন রুটে অতিরিক্ত বাস চালানো হবে। বিশেষ বাসগুলি পুলিশের নির্দেশমতো এল ২০ বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। বিকেল তিনটে থেকে এই পরিষেবা শুরু হবে। মধ্যরাত পর্যন্ত পরিষেবা চালু রাখবে কলকাতা মেট্রো। আজ ২৫২টি রেক চালানো হবে।

আরও পড়ুন:শেষরক্ষা হল না! ডে.ঙ্গি আ.ক্রান্ত হয়ে মৃ.ত্যু SSKM-র ডাক্তারি পড়ুয়ার

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version