ইউনেস্কোর স্বীকৃতির সেলিব্রেশন, এবার কয়েনে দুর্গামূর্তি!

পুজো (Durga Puja) আবহে প্রকাশিত হল স্পেশাল কয়েন। যেখানে সংহাররূপিনী দেবীদুর্গার ছবি খোদাই করা আছে। আপনি চাইলেই নিজের পকেটে রাখতে পারেন সেই কয়েন। কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান (Intangible Cultural Heritage) দেওয়ার পর ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতির সেলিব্রেশন হিসেবে এবার বিশেষ কয়েন প্রকাশ করল কলকাতার ট্যাঁকশাল (Kolkata Mint)।

বাংলার পুজো আজ বিশ্বজনীন। UNESCO কলকাতার এই পুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। রাত পোহালেই রেডরোডে এ বছরের পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। সেখানে ইউনেস্কোর প্রতিনিধিরা থাকবেন। তার আগেই প্রকাশ্যে এল এই কয়েন। এই কয়েনে ইউনেস্কোর স্বীকৃতির কথা যেমন উল্লেখ করা রয়েছে তেমনি মা দুর্গার সঙ্গে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ প্রত্যেকেই। ১,২৩৫ টাকার বিনিময়ে এই কয়েন সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষও।

Previous articleবিশ্বকাপের ম‍্যাচের আগে ইডেনে দুর্ঘটনা
Next article১৮ ঘণ্টা পার, এখনও জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেই ইডি আধিকারিকরা!