ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষের প্রশংসায় বিরাট

এদিন এক সাক্ষাৎকারে বিরাট বলেন," মার্ক উডের বিরুদ্ধে আগেও খেলেছি। আমার মতে, ও অসাধারণ বোলার। ব্যাটারদের সমস্যায় ফেলার জন্যে যা যা দক্ষতা থাকা দরকার সব ওর আছে।

আগামিকাল বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল। লখনৌতে ভারতের সামনে ইংল‍্যান্ড। আর সেই ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষের তিন  ক্রিকেটারের প্রশংসা করলেন বিরাট কোহলি। বললেন খেলতে মুখিয়ে আছি।

এদিন এক সাক্ষাৎকারে বিরাট বলেন,” মার্ক উডের বিরুদ্ধে আগেও খেলেছি। আমার মতে, ও অসাধারণ বোলার। ব্যাটারদের সমস্যায় ফেলার জন্যে যা যা দক্ষতা থাকা দরকার সব ওর আছে। উডের বোলিংয়ে খেলে নিজেকে পরীক্ষার মুখে ফেলতে চাই।” এরপরই  বিরাট বলেন,” আদিল রশিদ এমন একজন বোলার, যাকে নিয়ে খুব কম হইচই হয়। ইংল্যান্ডের হয়ে কী অসাধারণ বল করছে। ওর বিরুদ্ধে খেলা সত্যিই চ্যালেঞ্জের ব্যাপার। রশিদের বিরুদ্ধে খেলার জন্যে মুখিয়ে রয়েছি।” এছাড়াও রুটের প্রশংসা করে কোহলি বলেন, ” সব দিক বিচার করেই জো দারুণ ক্রিকেটার। দারুণ রিভার্স ল্যাপ মারতে পারে। ওর থেকে এই শট শেখার ইচ্ছে রয়েছে।”

আরও পড়ুন:আগামিকাল ভারতের সামনে ইংল‍্যান্ড, দলে হতে পারে পরিবর্তন

 

Previous articleমোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ গাজায়, আরও বড় হা.মলার পথে ইজরায়েল
Next articleবাড়িতেই কোজাগরী লক্ষ্মীর আরাধনা রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের