Wednesday, August 27, 2025

স্বাস্থ্য সচেতনতায় নজর কাড়ল কানাড়া ব্যাঙ্কের পদযাত্রা এবং যোগা সেশন

Date:

 

চন্দন বন্দ্যোপাধ্যায় 

কানাড়া ব্যাঙ্ক কলকাতা সার্কেলের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো সচেতনতা দিবস উপলক্ষে পদযাত্রা এবং যোগা সেশন। ক্যামাক স্ট্রিট থেকে পদযাত্রার সূচনা করেন সার্কেল অফিসের জেনারেল ম্যানেজার কল্যাণ মুখোপাধ্যায়। এই পদযাত্রায় ব্যাঙ্কের কর্মী আধিকারিকরা ছাড়াও ছোটরাও অংশ নেয়।

উপস্থিত ছিলেন ডিজিএম সন্দীপ আগরওয়াল, এজিএম প্রদীপ কুমার ডোগরা। মানুষের নজর কাড়তে পদযাত্রায় ছিল নানান সুসজ্জিত পোস্টার। প্রায় আড়াইশো জন এই পদযাত্রায় অংশ নেন। এটি শেষ হয় ময়দান ভিক্টোরিয়া নর্থ গেটের বিপরীতে। অনুষ্ঠানের রূপায়নের দায়িত্ব ছিল গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং পুরো অনুষ্ঠানের ফুড পার্টনার ছিল গ্লোবাল মাস্টার কিচেন। সংস্থার কর্ণধার প্রণব বিশ্বাস বলেন, এরকম একটি অনুষ্ঠানের সঙ্গে নিজেদের নিয়োজিত করতে পেরে আমরা খুশি।

এদিনের অনুষ্ঠান নিয়ে কানাড়া ব্যাঙ্কের কলকাতা সার্কেল অফিসের জেনারেল ম্যানেজার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন । আমাদের গ্রাহকদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে স্বাস্থ্য সচেতন হন সেই বার্তা পৌঁছে দিতেই আজকের এই যোগা সেশন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ময়দানে প্রায় ৩০ মিনিটের যোগা সেশন অনুষ্ঠিত হয়। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version