Saturday, November 15, 2025

সর্বদল বৈঠকে মারাঠাদের সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত শিণ্ডে সরকারের

Date:

আন্দোলনের চাপে মাথা নত করে অবশেষে মারাঠা সংরক্ষণে(Maratha Reservation) সম্মত হল মহারাষ্ট্রের(Maharastra) একনাথ শিণ্ডের(Eknath Shinde) সরকার। মহারাষ্ট্র জুড়ে ‘মারাঠা সংরক্ষণের’ দাবিতে আন্দোলন যেভাবে হিংসাত্মক আকার ধারণ করেছে এই পরিস্থিতিতে এই পরিস্থিতি সামাল দিতে বিজেপি-শিবসেনা (শিন্ডে)-এনসিপি (অজিত) জোট সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বুধবার সকালে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার বিষয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারকে সমর্থন করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সর্বদল বৈঠক শেষে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সর্বদলীয় বৈঠকে, সবাই একমত হয়েছে যে মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়া উচিত। সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য সম্প্রদায়ের প্রতি অবিচার না করে, সংরক্ষণ আইনের কাঠামোর মধ্যে হওয়া উচিত।” সর্বদলীয় বৈঠকের এই সিদ্ধান্তের পর আন্দোলন আদৌ প্রত্যাহার হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ, এই আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারকে চরম হুমকি দিয়ে বলেছেন, রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে মারাঠা সংরক্ষণ ঘোষণা করা না হলে, বুধবার সন্ধ্যা থেকে অনশনে বসবেন তিনি। এবং এই আন্দোলন থামবে না, শান্তিপূর্ণভাবে তা জারি থাকবে।”

উল্লেখ্য, সোমবার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়িতে আগুন লাগিয়ে দেয় মারাঠা সংরক্ষণের দাবিতে আন্দোলনকারীরা। বিদ জেলার আরও দুই বিধায়কের বাড়িতে হামলা হয়। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্ত স্তব্ধ হয়ে যায় পথ অবরোধ ও রেল রোকোর কারণে। এদিকে মারাঠা সংরক্ষণ ইস্যুতে আন্দোলনের মুখ মনোজ জারেঙ্গে মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রাথমিকভাবে অনশন প্রত্যাহার করলেও, তাঁর সমর্থনে সোলাপুরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন আন্দোলনরত ৩ যুবক। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলমান এই পরিস্থিতির মাঝে সর্বদল বৈঠকের পর মারাঠা সংরক্ষণ নিয়ে সরকারের সিদ্ধান্তে পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা সেটাই এখন দেখার।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version