Friday, November 14, 2025

এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডা, ওয়াকআউট মহুয়া-সহ বিরোধীদের

Date:

Share post:

এথিক্স কমিটির(Ethics Commitee) বৈঠকে অপমানজনক ব্যক্তিগত প্রশ্ন, যার জেরেই বৈঠক থেকে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Maitra)। এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডার পর শুধু মহুয়া নন, তাঁর সঙ্গে বৈঠক থেকে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরাও।

‘টাকা নিয়ে প্রশ্ন’ কাণ্ডে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এথিক্স কমিটির সামনে হাজিরা দিয়েছিলেন মহুয়া মৈত্র। তবে বৈঠকে শুরুতেই লাগাতার ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়তে হয় মহুয়াকে। সূত্রের খবর, এথিক্স কমিটি মহুয়াকে প্রশ্ন করে, কখন কার সঙ্গে দেখা করেছেন? কার সঙ্গে কখন ফোনে কথা বলেছেন? হোটেলে কার সঙ্গে দেখা করেন? এই সকল প্রশ্নের প্রতিবাদ জানিয়ে মহুয়া বলেন, এথিক্স কমিটির এই ধরণের ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার নেই। এটা কোনও ফৌজদারি মামলা নয়। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সংসদের অন্দরে চলা এই বৈঠকে। এরপরই ওয়াকআউট করেন মহুয়া মৈত্রসহ বিরোধী সাংসদরা।

কমিটির বৈঠক থেকে বের হওয়ার পর রীতিমতো ক্রুদ্ধ দেখায় মহুয়াকে। দ্রুত চলে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাঁকে। মহুয়ার সঙ্গেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসা বিএসপি সাংসদ দানিশ আলী বলেন, আমরা বৈঠক ওয়াক আউট করেছি। কারণ জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন তিনি ওয়াকআউট করেন কারণ তিনি রাতে কার সাথে কথা বলেন তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কমিটিতে। এর মানে কী?

উল্লেখ্য, ‘টাকা নিয়ে প্রশ্ন’ কাণ্ডে গত ২৬ অক্টোবর বিজেপি সাংসদ নিশিকান্ত এবং মহুয়ার প্রাক্তন বন্ধু দেহাদ্রাইকে জিজ্ঞাসাবাদ করেছে এথিক্স কমিটি। মহুয়াকে জিজ্ঞাবাদের জন্য তলব করা হলে বৃহস্পতিবার এথিক্স কমিটির মুখোমুখি হওয়ার আগে মহুয়া লোকসভার এথিক্স কমিটিকে চিঠি দিয়ে জানান, কমিটি গত দু’বছর ধরে কোনও বৈঠক ডাকেনি। পাশাপাশি, কমিটিকে তার লক্ষ্মণরেখাও মনে করিয়ে দেন তৃণমূল সাংসদ। কমিটি সূত্রে জানা যায়, তিনি লেখেন, এথিক্স কমিটি কোনও ফৌজদারি বিষয়ে তদন্ত করতে পারে না। তার জন্য পৃথক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে। মহুয়ার আরও অভিযোগ, সংসদে কেন্দ্রের শাসকদলের যে গরিষ্ঠতা রয়েছে, ক্রমাগত তার অপব্যবহার হচ্ছে। কমিটির ক্ষেত্রেও ঠারেঠোরে সেই অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। এরপর এদিন কমিটির লাগাতার ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়ে ওয়াকআউট করলেন ক্ষুব্ধ মহুয়া।

spot_img

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...