Thursday, August 28, 2025

মনে আছে আজ কী হয়েছিল?

Date:

Share post:

১৯০৯ অরুণ মিত্র (১৯০৯-২০০০) এদিন অবিভক্ত ভারতের যশোরে জন্ম নেন। তিনি ছিলেন রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক। একাত্তরে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, মায়ের সামনে পুত্রকে হত্যা, মা-বাবার সামনের মেয়েকে ধর্ষণ, ছেলেমেয়ের সামনে মাকে ধর্ষণ, ঘর-বাড়িতে আগুন দিয়ে সর্বস্ব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়— তখন চোখের সামনে মানবতার এই নিষ্ঠুর পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারেননি কলকাতার বিশিষ্ট কবি অরুণ মিত্র। তখন তাঁর বয়স ৬২ বছর। বৃদ্ধ বয়সে অস্ত্র হাতে যুদ্ধে যেতে পারেননি। কিন্তু মসিকে অসি বানিয়ে যুদ্ধে শামিল হন অরুণ মিত্র। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাঁর মনে হয়েছিল, তিনি নিজেই স্বাধীন হলেন। সারা জীবন ধরে ফরাসি সংস্কৃতিতে কবি অরুণ মিত্রর গভীর অনুরাগ ও আনুগত্য ছিল।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদিন অবিভক্ত ভারতের ময়মনসিংহতে জন্মগ্রহণ করেন। আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার ও বঙ্গবিভূষণ উপাধিতে সম্মানিত সাহিত্যিক। নিজের কাছে তিনি চির রোমান্টিক। প্রথম গল্প ‘জলতরঙ্গ’ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে ওই একই পত্রিকার পূজাবার্ষিকীতে ‘ঘুণপোকা’ নামক তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথম উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। তাঁর কলম থেকেই আমরা পেয়েছি ‘যাও পাখি’, ‘দূরবীন’, ‘মানবজমিন’, ‘পার্থিব’ প্রভৃতি উপন্যাস।

মহেন্দ্রলাল সরকার(১৮৩৩-১৯০৪) এদিন হাওড়ার পাইকপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এমডি পাশ চিকিৎসক। প্রথমে হোমিওপ্যাথি বিরোধী ছিলেন। পরবর্তীকালে হোমিওপ্যাথিতেই আস্থা রাখেন। দেশবাসীকে বিজ্ঞান চর্চার সুযোগ করে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। কলকাতার শেরিফ ছিলেন। শ্রীরামকৃষ্ণ তখন যুগপুরুষের আসনে প্রতিষ্ঠিত আর মহেন্দ্রলাল তখন তাঁরই চিকিৎসায় নিযুক্ত সে যুগের স্বনামধন্য চিকিৎসক। আপাতভাবে রূঢ়ভাষী, কাঠখোট্টা, ভক্তিটক্তির অত ধার ধারেন না। রামকৃষ্ণকে ‘আপনি’ না বলে ‘তুমি’ বলেন এবং অনায়াসে বলার ক্ষমতা রাখেন, ‘‘তা হলে তুমি পরমহংসগিরি করছ কেন?’’ অথচ কী এক অমোঘ টানে ‘কল’ না থাকলেও প্রায় রোজই চলে আসেন তাঁর এই বিশেষ রোগীটির কাছে। ঘণ্টার পর ঘণ্টা থাকেন, তর্ক করেন, তাঁকে দেবতা রূপে পুজো করার কড়া সমালোচনা করেন, আবার তাঁর চিকিৎসার ব্যাপারে নতুন নতুন বই কিনে পড়াশোনা করেন এবং অনেক সময় রামকৃষ্ণের চিকিৎসাকে প্রাধান্য দিয়ে অন্য রোগী দেখতে যাওয়া বাদ দেন। এমনই বিচিত্র ছিল তাঁদের সম্পর্কের রসায়ন।

১৯৬৫ সালে শাহরুখ খান এদিন দিল্লিতে জন্ম নেন। গণমাধ্যমের কাছে তিনি কিং খান। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাঁকে লেজিওঁ দ্য অনর সম্মাননায় ভূষিত করে। সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা।

১৯৫০ সালে জর্জ বার্নার্ড শ এদিন প্রয়াত হন। নোবেল পুরস্কারপ্রাপ্ত আইরিশ নাট্যকার। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর মতাদর্শ ও সেগুলো প্রকাশ ভঙ্গিমাকে বর্ণনা করতে ‘শভিয়ান’ শব্দটি ইংরেজি অভিধানে জায়গা করে নিয়েছে।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...