Sunday, August 24, 2025

পিছিয়ে থেকেও দুরন্ত জয়, জামশেদপুরকে ৩-২ গোলে হারিয়ে কী বললেন বাগান কোচ?

Date:

বুধবার আইএসএল-এর ম‍্যাচে এক গোলে পিছিয়ে পরেও জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়েন্ট। এই জয়ের ফলে টানা চতুর্থ জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে সবুজ-মেরুন। চার ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। আর এই জয়ে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। আমি খুশি সমর্থকদের ও খেলোয়াড়দের জন্য। গত সপ্তাহে আমাদের শিবিরে অনেকেই অসুস্থ ছিল।

অসুস্থতা ও চোটের কারণে খেলতে পারেননি মোহনবাগানের ডিফেন্ডার আনোয়ার আলি, মিডফিল্ডার হুগো বুমৌস ও স্ট্রাইকার জেসন ক‍্যামিংস। তাঁদের জায়গায় মাঠে নামেন হেক্টর ইউস্তে, গ্ল্যান মার্টিন্স ও আরমান্দো সাদিকু। তাঁরাই যথেষ্ট ভাল খেলে দলকে জয় এনে দেন। এই নিয়ে জুয়ান বলেন,”আমি খুশি সমর্থকদের ও খেলোয়াড়দের জন্য। গত সপ্তাহে আমাদের শিবিরে অনেকেই অসুস্থ ছিল। এখনও আছে। তবে এটাই ফুটবল, এসব সত্বেও আমাদের কাজ করে যেতে হবে। আনোয়ার, আশিক, জেসন, হুগো কেউই তো খেলতে পারছে না। তা সত্ত্বেও যে জিতেছি, সেজন্য আমি খুশি। যারা খেলেছে, আরমান্দো, গ্ল্যান তারা খুবই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। তবে আমাদের দলে খুব শীঘ্রই ভারসাম্য আনতে হবে। খেলোয়াড়দের সাহায্য করতে হবে যাতে তারা সুস্থ হয়ে ফিরে আসতে পারে। সামনে অনেক ম্যাচ খেলতে হবে আমাদের।”

দু’দিন আগে অনুশীলনে চোট লাগে হুগো বুমৌসের। তার আগে থেকেই জ্বরে কাবু জেসন ক‍্যামিংসও। আনোয়ার আলি ও আশিক কুরুনিয়ান কবে মাঠে ফিরবেন, এখন কেউই নিশ্চয় করে বলতে পারছেন না। এই নিয়ে বাগান কোচ বলেন,”হুগো ও ক‍্যামিংসকে নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা কঠিন। তবে আশা করি ওরা পরের ম্যাচে খেলতে পারবে। জেসনের জ্বর, সর্দি সারানোর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আমিও গত সপ্তাহে একই সমস্যায় পড়েছিলাম। তাই জানি, অন্তত দু-তিন দিন লাগে এটা সারতে। তবে সবার ক্ষেত্রে একই সময় লাগে না। এখন খেলোয়াড়দের দু’দিন লাগবে রিকভারির জন্য। তারপর দেখব, কে কতটা সুস্থ। সেই অনুযায়ী পরবর্তী এএফসি কাপের ম্যাচের প্রস্তুতি শুরু করব।”

আরও পড়ুন:লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে হঠাৎই নাচ কোহলির, সঙ্গী কে?

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version