বাইক দুর্ঘ.টনায় রাস্তায় ছি.টকে পড়লেন পরিচালক, সেলফিতে মজলেন স্থানীয়রা!

মৃ.তের বন্ধুদের আক্ষে.প আরেকটু আগে যদি উদ্ধা.র করা যেত তাহলে হয়তো প্রা.ণে বেঁচে যেতেন যুবক।

বাইক নিয়ে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা অপর একটি বাইকের ধাক্কায় দিল্লির রাস্তায় ছিটকে পড়লেন তথ্যচিত্র নির্মাতা পীযূষ পাল (Piyush Paul), বয়স ৩০। দীর্ঘক্ষণ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন তিনি কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এলেন না। উল্টে কেউ গোটা ঘটনার ভিডিও করলেন কেউ আবার সেলফিতে (Salfie )মজলেন। রাজধানীর বুকে এমন অমানবিক কাণ্ডে (Unbelievable incident in Delhi) হতবাক নেট দুনিয়া।

গত ২৮ অক্টোবর দিল্লির পঞ্চশীল এলাকায় লেন পরিবর্তনের সময় পীযূষের বাইকে ধাক্কা মারে অন্য একটি বাইক। গাড়ির গতি বেশি থাকায় ছিটকে গিয়ে মাঝ রাস্তায় পরিচালক। এরপর ঘাতক বাইক পীযূষকে বেশ খানিকটা হেঁচড়ে নিয়ে যায়। গুরুতর জখম হয়ে রাস্তাতে কাতরাতে থাকেন রক্তাক্ত যুবক। কিছু মানুষ এই দৃশ্য দেখতে পেয়ে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। চুরি যায় পীযুষের মোবাইল ফোন ও গো-প্রো ক্যামেরা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পীযূষ ফ্রিল্যান্স চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করতেন। মৃতের বন্ধুদের আক্ষেপ আরেকটু আগে যদি উদ্ধার করা যেত তাহলে হয়তো প্রাণে বেঁচে যেতেন যুবক। সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Previous articleমমতার পর বাঘেল: নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অ.ভিযোগ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর
Next articleপিছিয়ে থেকেও দুরন্ত জয়, জামশেদপুরকে ৩-২ গোলে হারিয়ে কী বললেন বাগান কোচ?