Thursday, August 28, 2025

সচিনের মূর্তি ঘিরে বিতর্ক, ‘এটা তো স্মিথের মূর্তি’ মন্তব্য নেটিজেনদের

Date:

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মূর্তি। অনেক দিন ধরেই মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার (এমসিএ) পরিকল্পনা করছিল এই মূর্তি স্থাপন করার। প্রথমে ঠিক হয়েছিল এবছর সচিনের জন্মদিন, তবে পরে পরিকল্পনা বদলে বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিন করা হয়। পূর্বঘোষণামতোই বুধবার বিকেলে মূর্তি প্রকাশ্যে আনা হয় সচিনের সামনে। কিন্তু মূর্তি উন্মোচন পরের শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বয়ে যাচ্ছে মন্তব্যের ঝড়। অনেকেই দাবি, মূর্তির মুখ সচিন নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের মতো।

সচিনের মুখ স্টিভ স্মিথের মতো হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। মূর্তিটিতে তৈরি করা হয়েছে সচিনের লফ্ট শটের আদলে। হেলমেট পরা মূর্তিটির চোখ দেখে অনেকে মিল পাচ্ছেন স্মিথের। এই নিয়ে টুইটারে এক সমর্থক লেখেন, ‘স্টিভ স্মিথের প্রভাব এটা। এটা তো স্মিথের মূর্তি মনে হচ্ছে। হতে পারে স্মিথকে বানাতে গিয়ে সচিনকে বানিয়ে ফেলেছে। সচিনের মূর্তি দেখে আর এক নেটিজেন মন্তব্য করেন,” সচিনের নামে স্টিভ স্মিথের মূর্তি উদ্বোধন করছে, মনে হচ্ছে এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুষ্ঠান।”

এদিকে নিজের মূর্তি উন্মোচনের দিন সচিন বলেন, “আমার কাছে বিশেষ মুহূর্ত। এবছরের ফেব্রুয়ারি নাগাদ আমাকে মূর্তি তৈরির কথা জানানো হয়। খুব খুশি হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে প্রতিক্রিয়া জানাব। এখানে আজ দাঁড়িয়ে খুব ভাল লাগছে। মনের মধ্যে হাজার হাজার ছবি ভিড় করে আসছে। কত অসাধারণ স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে। এই মাঠ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে।”

আরও পড়ুন:এবারও সেরা ফিল্ডারের পুরস্কারে চমক, সেরা ফিল্ডারের নাম ঘোষণা এই কিংবদন্তির

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version