শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং শ্রেয়সের, মন কেড়েছে গাভাস্করের

শ্রেয়সের ব‍্যাটিং নিয়ে গাভাস্কর বলেন, "শ্রেয়স যেভাবে খেলছিলেন তাতে বেশ চাপে পড়ে গিয়েছিল।

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়র। ৫৬ বলে তিনটে চার এবং ছ’টা ছক্কা দিয়ে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স। চলতি বিশ্বকাপে শুরু দিকে একেবারেই ফর্মে ছিলেন না শ্রেয়স। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে শর্ট-পিচ বলের বিরুদ্ধে শ্রেয়সের আক্রমনাত্মক ব্যাটিং সকল ত্রুটি এবং সব ধরণের সমালোচনার জবাব দেয়। বিশেষজ্ঞরা মনে করেন শ্রেয়সের এই ইনিংসের সময়ে তাঁর একটি ইতিবাচক মানসিকতা দেখা গিয়েছিল। আর এই ব‍্যাটিং-এ মন কেড়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের।

শ্রেয়সের ব‍্যাটিং নিয়ে গাভাস্কর বলেন, “শ্রেয়স যেভাবে খেলছিলেন তাতে বেশ চাপে পড়ে গিয়েছিল। বারবার শ্রেয়স যেভাবে আউট হচ্ছিলেন তাতে সকলেই তাঁকে নিয়ে প্রশ্ন তুলছিলেন। বলা হয়েছিল হার্দিক দলে ফিরলে শ্রেয়সের কী হবে? বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে ছিল শ্রেয়সের ভবিষ্যত। বলা হয়েছিল হার্দিক দলে ফিরলে, রাহুল চারে, সূর্য পাঁচে এবং হার্দিক ছয়ে খেলবেন। এই সময়ে শ্রেয়সের কাছে দলে জায়গা ধরে রাখার চাপটা ছিল। সকলে দেখতে চেয়ে ছিল যে এই সময় শ্রেয়স শর্ট বল সামলাতে পারেন কিনা। হ্যাঁ, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি শর্ট বলটা ভালোই খেলেছেন। এটি দেখায় যে তিনি কত ভালো ব্যাটার।”

Previous articleকর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বসছেন খাড়গে পুত্র? প্রিয়াঙ্কের মন্তব্যে চাঞ্চল্য
Next articleনিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! আ.হত কমপক্ষে ৫০