Sunday, May 4, 2025

ফর্মের তুঙ্গে মোহাম্মদ শামি। বল হাতে নিলেই দলকে উইকেট এনে দিচ্ছেন এই ভারতীয় পেসার। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষেও নিয়েছেন ৫ উইকেট। গড়েছেন অসংখ্য রেকর্ড। সব মিলিয়ে বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেই শামির ঝুলিতে এখন ১৪ট উইকেট। ভারতের এই পেসারের এমন দাপুটে বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ওয়াসিম আক্রাম।প্রাক্তন এই পেসার বলেছেন, শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন শামি।গতকাল ৫ উইকেট নেওয়ার পথে কয়েকটি রেকর্ড গড়েছেন শামি। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। মাত্র ১৪ ইনিংসে নিয়েছেন ৪৫ উইকেট। ছাড়িয়ে গেছেন জহির খান ও  জাভাগাল শ্রীনাথকে।

বিশ্বকাপে ৪৪ উইকেট নিতে জহিরের লেগেছিল ২৩ ইনিংস, শ্রীনাথের ৩৩ ইনিংস। আর ১৪তম ইনিংসেই কি না ওই দুজনকে ছাড়িয়ে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন শামি। এ ছাড়া বিশ্বকাপে ৭ বার কমপক্ষে ৪ উইকেট নিয়েছেন শামি। ছাড়িয়ে গিয়েছেন মিচেল স্টার্ককে। আগের ম্যাচেই স্টার্কের ৬ বার ৪ উইকেট নেওয়ার কীর্তি ছুঁয়েছিলেন শামি। বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে স্টার্ককে ছুঁয়েছেন শামি। দুবার করে ৫ উইকেট আছে সাতজনের।

বিশ্বকাপে এমন সব রেকর্ড গড়া শামিকে প্রশংসায় ভাসিয়েছেন আক্রাম, ‘৫ ওভারে ১৮ রানে ৫ উইকেট। কী দুর্দান্ত এক স্পেল। দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে তিনবার ৫ উইকেট নিয়েছে। এর আগে শুধু মিচেল স্টার্কের এই রেকর্ড ছিল। এটা অনেক বড় বিষয়। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিও সে। ৪৫ উইকেটের মালিক। অবিশ্বাস্য পারফরম্যান্স।’

কীভাবে এই সফলতা পাচ্ছেন শামি, এরও রহস্য খুঁজেছেন আক্রাম। তিনি বলেছেন, ‘শামি লেংথ বোলিং করেন আর সেটাই তাকে পুরস্কৃত করছে। বুমরার মতো ততটা সুইং পায় না, তবে বলে সিম থাকে। সব মিলিয়ে শামি ব্যতিক্রমী পারফরম্যান্স করেছে। শ্রীলঙ্কার ব্যাট্যারদের নিয়ে খেলেছে।’

 

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version