চাকরি দেওয়ার নামে আর্থিক প্র.তারণা, পুলিশের জালে ভুয়ো ‘সিআইডি অফিসার’

লালবাজার সহ বিভিন্ন জায়গায় পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ।

নিজেকে সিআইডি অফিসার (CID) পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে চাকরি দেওয়ার নামে প্রতারণা (Fraud)। লালবাজার (Lal Bazar) সহ বিভিন্ন জায়গায় পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে মহেশতলা পুলিশের (Maheshtala Police) ওই প্রতারক।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার পাঁচ জনকে পুলিশ সহ বিভিন্ন সরকারি দফতরে টাকা তোলে। কিন্তু টাকা দেওয়ার পরেও চাকরি না পেয়ে সকলে বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। অভিযোগ করা হয় মহেশতলা থানায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রতারককে মহেশতলার ডাকঘর থেকে গ্রেফতার করে।

পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ঠাকুরপুকুর থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো। অভিযুক্তের কাছ থেকে নগদ সহ একাধিক নামে ভুয়ো সিআইডির কার্ড উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। জেরায় পাঁচজনকে চাকরির আশ্বাস দেওয়ার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত।

Previous articleমনোনয়ন জমা দিয়েও দলে কো.ণঠাসা বসুন্ধরার মুখে ‘রাজনৈতিক সন্ন্যাস’!
Next articleব্যর্থ ব্লিঙ্কেনের বৈঠক! ‘যুদ্ধবিরতি’ নাকচ করে গাজায় অ্যাম্বুল্যান্সে হামলা ইজরায়েলের