ধান সংগ্রহ কেন্দ্রে ক.ড়া নজর রাজ্যের, বদলে গেল একগুচ্ছ নিয়ম!

রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে বলা হয়েছে প্রতিটা ধান সংগ্রহ কেন্দ্রের লাইভ স্ট্রিমিং হবে।

কৃষকদের ধান সংগ্রহের (Paddy collection)ক্ষেত্রে যাতে কোনও ধরনের সমস্যা না হয় সেই কথা চিন্তা করে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্যের খাদ্য দফতর (Food and Supply Department of West Bengal Government)। এবার কৃষকদের ধান সংগ্রহ থেকে রাইস মিল পর্যন্ত ধান পাঠানোর প্রতিটা পদক্ষেপে চলবে কড়া নজরদারি। রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে বলা হয়েছে প্রতিটা ধান সংগ্রহ কেন্দ্রের লাইভ স্ট্রিমিং হবে। এরপর রাইস মিলে যখন ধান পাঠানো হবে তখন চলবে জিপিএস ট্র্যাকিং (GPS Tracker)। শুধু তাই নয় ১৫ দিনের মধ্যে ধান সংগ্রহ কেন্দ্রের আধিকারিক বদলের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। কৃষকরা যাতে তাদের পরিশ্রমের ফল পান এবং কোনভাবেই কোথাও দুর্নীতি না হয় সেই কথা মাথায় রেখেই খাদ্য দফতরের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Previous articleরেশন মামলায় দিনভর রাজ্য জুড়ে ইডি ত.ল্লাশি!
Next articleজেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুদিনের মধ্যেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন!