সিবিআইয়ের কলকাতা শাখায় বড় রদবদল

এবার সিবিআইয়ের কলকাতা শাখায় বড়সড় রদবদল হল। কলকাতার অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে সরিয়ে দেওয়া হল ডিআইজি জয়দেবনকে

একের পর এক নির্বাচন আসে আর বাংলার বুকে অতিসক্রিয় হয়ে ওঠে কেন্দ্রের নিয়ন্ত্রনাধীন তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই সক্রিয়তা বাড়ছে এজেন্সিগুলির। সেই আবহে এবার সিবিআইয়ের কলকাতা শাখায় বড়সড় রদবদল হল। কলকাতার অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে সরিয়ে দেওয়া হল ডিআইজি জয়দেবনকে। তাঁর জায়গায় দায়িত্বে এলেন পঙ্কজ কুমার সিং।

মনে করা হচ্ছে, তদন্তে ব্যর্থতার জন্যই এই রদবদল। তল্লাশি হচ্ছে, গ্রেফতার হচ্ছে কিন্তু আদালতে গিয়ে অনেক সময় মুখ থুবড়ে পড়ছে সিবিআই। একের পর এক মামলার কোনও কিনারা নেই। খুব স্বাভাবিকভাবেই ইডি-সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। কখনও সুপ্রিম কোর্ট, কখনও আবার কলকাতা হাইকোর্ট তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলে অফিসারদের ভর্ৎসনাও করেছে। তার জেরেই কলকাতার সিবিআই দফতরে এই রদবদল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:নিয়োগ মা.মলায় জেলব.ন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে ফের ইডি

Previous articleনিয়োগ মা.মলায় জেলব.ন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে ফের ইডি
Next articleআলিগড় বদলে হরিগড়! ফের নাম বদলের খেলা যোগীরাজ্যে