Thursday, August 28, 2025

হিজাবে ‘না’, জেলেই অনশনে বসলেন ইরানের নোবেল জয়ী প্রতিবাদী নার্গিস

Date:

হিজাবের বিরুদ্ধে আন্দোলনের ছেড়ে ইরানের প্রতিবাদী মুখ নার্গিস মোহাম্মদিকে(Nargis Mohammadi) জেল বন্দি করেছে ইরান সরকার(Iran govt)। তবে জেলে থেকেও আন্দোলন থেকে পিছুপা হলেন না নার্গিস। হিজাবের বিরুদ্ধে এবার জেলেই অনশনে বসলেন সদ্য নোবেলজয়ী।

জানা গিয়েছে, নার্গিসের হৃৎপিণ্ড ও ফুসফুসে সমস্যা রয়েছে। যার ফলে জেলে চিকিৎসার আবেদন জানান তিনি। তবে প্রশাসনের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় হাসপাতালে যেতে হলে হিজাব পড়েই যেতে হবে নার্গিসকে। প্রশাসনের এই প্রস্তাব স্পষ্ট ভাষায় খারিজ করে দেন নোবেল জয়ী। জানা গিয়েছে এর ফলে নার্গিসকে স্বাস্থ্যপরিসেবা দিতে অস্বীকার করেছে ইরান প্রশাসন। এরই প্রতিবাদে জেলের মধ্যে অনশনে বসেছেন নার্গিস মোহাম্মদি। একই সঙ্গে মহিলাদের জোর করে হিজাব পরানোর বিরুদ্ধেও এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, এ বছর ইরানের জেলে বন্দি অবস্থাতেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদি। ইরানের নামজাদা এই মানবাধিকার কর্মী নারী অধিকার নিয়ে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত নাম। নারীর অধিকার আদায়ের লড়াইয়ে বারে বারে সংঘাতে জড়িয়ে দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন। ৫২ বছর বয়সি নার্গিসকে ইরান সরকার একাধিক মামলায় জেল বন্দি করেছে। ১২ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে তাঁকে। এবার জেলের অন্দরেই ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নোবেল জয়ী।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version