নির্মাণের (Construction) কাজ চলাকালীন আচমকাই দুর্ঘটনা। ভেঙে পড়ল হাওড়া হনুমান জুটমিলের (Hanuman Jute Mill) ছাদ। দুর্ঘটনায় কয়েক জন শ্রমিকের (Workers) চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। পাশাপাশি ঘটনায় বেশ কয়েক জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে হাওড়ার (Howrah) মালিপাঁচঘ়ড়া থানা এলাকার ঘুসুড়ির হনুমান চটকলের ঘটনা। স্থানীয় সূত্রে খবর এদিন সকাল ৬টা নাগাদ চটকলের শ্রমিকদের একটি অংশের ডিউটি শেষ। অন্য শ্রমিকরা শিফটের কাজ বুঝে নেওয়ার আগে আচমকাই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চটকলের ছাদের একটি অংশ। কয়েক জন শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ ও দমকল। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে পৌঁছয় বালি এবং লিলুয়া থানার পুলিশও। হাজির হন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী। এদিকে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে দমকল, বিপর্যয় মোকাবিলাবাহিনী এবং পুলিশ। এদিকে এদিনের দুর্ঘটনায় বেশ কয়েক জন শ্রমিক আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে বুলডোজার এনে চলছে উদ্ধারকাজ। আর শুক্রবার সকালের দুর্ঘটনাকে কেন্দ্র করে মিল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, ধ্বংসস্তূপের তলায় কয়েক জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে। তার আগে এখনই কিছু বলা সম্ভব নয়। অন্যদিকে, জুটমিল শ্রমিকদের অভিযোগ, কারখানার মেরামতি এবং সংস্কারের কাজে মিল কর্তৃপক্ষের নজর নেই। এই বিপর্যয়ের নেপথ্যে কর্তৃপক্ষের গাফিলতির দিকেই অভিযোগের আঙুল তুলছেন শ্রমিকরা।
