উৎসবের মরশুমে অ.ব্যবস্থায় চ.রম পরিণতি যাত্রীর, উদা.সীন রেল!

উৎসব উপলক্ষে বাড়ি ফেরার তাড়া থাকে সবারই। বিশেষ করে যাঁরা প্রবাসে কর্মরত। এই কারণে প্রতিবছরই দূরপাল্লার ট্রেনে (Train) ঠাসাঠাসি ভিড় হয়। কিন্তু এই নিয়ে রেলের কোন হেলদোল নেই। উল্টে অব্যবস্থায় ধাক্কাধাক্কিতে গুজরাটের সুরাটে প্রাণ হারালেন এক যাত্রী। আহত অনেকেই। উৎসবের দিনে যন্ত্রণা নিয়ে কাটাতে হবে তাঁদের।

রিজার্ভেশন না পেয়ে বা আর্থিক কারণে জেনারেল কামরায় যাতায়াত করেন অনেককেই। উৎসবে মরসুমে ভিড়ের মধ্যে ঘটল দুর্ঘটনা। অভিযোগ, রেলের চরম অব্যবস্থার কারণে সুরাট স্টেশনে ট্রেন (Train) ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তুমুল ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় একজনের। আহত আরও অনেকে!

রেলের অব্যবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই। কারও অভিযোগ, কনফার্ম টিকিট থাকার পরেও ট্রেনে উঠতে পারেননি। আবার কেউ বলছেন উৎসবের দিনে বাড়ি ফিরতেই পারলে না রেলের গাফিলতিতে। তবে সবার একই অভিযোগ, প্রতিবছর এই অবস্থা ঘটলেও কোন ব্যবস্থা নেয় না কেন বাড়তি ট্রেন চালানো হয় না উৎসবের সময়? এই নিয়ে তুমুল ক্ষুব্ধ যাত্রীরা।

Previous articleরাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা মমতার, এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেকেরও
Next articleবাকিবুরের থেকে ঋণ নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন জ্যোতিপ্রিয়! জে.ল হে.ফাজতের নির্দেশ আদালতের