Monday, May 5, 2025

প্যালেস্টাইনপন্থী মিছিলে পুলিশি বিশৃঙ্খলা, স্বরাষ্ট্র সচিবকে বরখাস্ত করলেন ঋষি সুনক

Date:

Share post:

ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যানকে (Home Secretary Suella Braverman) বরখাস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। কর্তব্যে গাফিলতির অভিযোগে সরানো হয়েছে সুয়েলাকে। তাঁর পরিবর্তে ব্রিটেনের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন জেমস ক্লেভারলি।

সম্প্রতি ব্রিটেনে হওয়া প্যালেস্তাইনপন্থী একটি মিছিলে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। প্যালেস্তাইনপন্থী বিক্ষোভ সামলাতে পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান। যার জেরেই তাঁর বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আসলে কয়েকদিন আগে প্যালেস্তাইনদের সমর্থনে লন্ডনে একটি বিশাল মিছিলের আয়োনজন করা হয়েছিল। প্রায় তিন লাখের বেশি মানুষ এই মিছিলে অংশ নিয়েছিলেন বলে লন্ডন পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবিতে সরব হয় তারা। এদিকে এই মিছিলের উপর হামলার পরিকল্পনা নিয়েছিল ব্রিটেনের উগ্র ডানপন্থী দলগুলির একাধিক সদস্য। বিষয়টি আঁচ করে উগ্র ডানপন্থীদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে ধৃতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছিল লন্ডন পুলিশ। পুলিশের এই ভূমিকার কড়া নিন্দা করে সরব হন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। সেই সঙ্গে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন তিনি। উগ্র ডানপন্থী সমর্থকদের গ্রেফতারকে তিনি যে অনুমোদন করছেন না, তা স্পষ্টত বুঝিয়ে দেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হামলার চেষ্টার নিন্দা করলেও, প্যালেস্তাইনের সমর্থনে লাখো মানুষের বিক্ষোভকে ‘ঘৃণা সমাবেশ’ হিসেবে চিহ্নিত করেন ব্রিটিশ স্বরাষ্ট্রসচিবধ। বিক্ষোভ বন্ধ করে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছিলেন তিনি। প্যালেস্তাইনের সমর্থনে বিক্ষোভ নিয়ে ব্র্যাভারম্যানের অবস্থান নিয়ে তৈরি হয় বিতর্ক। সেই সঙ্গে উগ্রডানপন্থীদের বিক্ষোভকারীদের লন্ডনের রাস্তায় নামতে উৎসাহিত করেছে বলে দাবি ওঠে। এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপর বাড়তে থাকে চাপ। যার জেরেই অবশেষে পদক্ষেপ নিলেন সুনক।

spot_img
spot_img

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...