Saturday, January 17, 2026

৫ রাজ্যের নির্বাচনে বিজেপির মহিলা প্রার্থী ১৩ শতাংশেরও কম!

Date:

Share post:

ভোটের অংকে ঢাকঢোল পিটিয়ে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করেছে কেন্দ্রের মোদি সরকার। তবে ওইটুকুই, বিল পাস হলেও তার বাস্তব প্রয়োগে বিজেপি যে বিন্দুমাত্র আগ্রহ নেই তার প্রমাণ নিলো পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে। দেখা যাচ্ছে, এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় মহিলা প্রার্থী মাত্র ৮০ জন। অর্থাৎ ১৩ শতাংশেরও কম।

মহিলা সংরক্ষণ বিল পাস প্রসঙ্গে বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছে, মহিলাদের সম্মান জানিয়েছে মোদি-সরকার। যদিও তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায়। পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের মধ্যে ১৩ শতাংশর কম মহিলা প্রার্থী রয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের ৬৭৯ টি আসনের মধ্যে বিজেপি ৬৪৩ টিতে প্রার্থী দিয়েছে যার মধ্যে বিজেপির মাত্র ৮০ জন অর্থাৎ ১৩ শতাংশের নিচে মহিলা প্রার্থীর নাম রয়েছে। ১৭ নভেম্বর হতে চলা বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ২৩০ জন প্রার্থীর মধ্যে মাত্র ১২ শতাংশ অর্থাৎ ২৮ জনকে প্রার্থী করেছে বিজেপি। গত বছর এই সংখটা ছিল আরো কম ২৪ জন । মরুরাজ্য রাজস্থানে মহিলা প্রার্থীর হার আরও কম। এখনও পর্যন্ত ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় বিজেপি ২০ জন অর্থাৎ ১২ শতাংশেরও কম মহিলাকে প্রার্থী করেছে ।

গত ১ অক্টোবর ছত্তিশগড়ে নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল পাস করায়, তাঁর প্রতি মহিলাদের আশীর্বাদ রয়েছে। যদিও সেই ছত্তিশগড়ে বিজেপি মোট ৯০ জন প্রার্থীর মধ্যে মাত্র ১৪ জন ১৬ শতাংশেরও কম মহিলাকে প্রার্থী করেছে। তেলেঙ্গানায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন , শক্তি আরাধনায় ভাবাবেগ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তাঁর সরকার। যদিও সেই ১১৯ আসনবিশিষ্ট তেলেঙ্গানায় মাত্র ১৪ জন অর্থাৎ ১২ শতাংশ মহিলাকে প্রার্থী করেছে। মিজোরামেও সেই চিত্রের খুব একটা বদল হয়নি। উত্তর পূর্বের এই রাজ্যে মোট ২১ জন প্রার্থীর মধ্যে মাত্র ৪ জন বা ১৯ শতাংশ মহিলা প্রার্থী। অর্থাৎ ৫ রাজ্যে মোট ৬৪৩ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮০ জন অর্থাৎ ১৩ শতাংশ মহিলা প্রার্থী করেছে বিজেপি। তবে শুধুমাত্র বিজেপি নয়, কংগ্রেসের তালিকাতেও মহিলা প্রার্থীর সংখ্যা অনেক কম। অবশ্য যে দুই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেই দুই রাজ্যে মহিলা প্রার্থীর সংখ্যা বেশি। ছত্তিশগড় এবং রাজস্থানে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যাই বেশি। নারী শক্তি বন্দন অধিনিয়াম বিল পাসের জন্য বিজেপি সর্বদাই কৃতিত্ব নিতে চেয়েছে কিন্তু রাজনীতির মঞ্চে বাস্তব চিত্রটা দেখা গেলো একেবারেই আলাদা। বিজেপি সূত্রে অবশ্য দাবি, প্রার্থীর জয় ও যোগ্যতা টিকিট দেওয়ার ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর ।

spot_img

Related articles

ভুল না পরিকল্পিত! কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরীয় পরালেন না মুখ্যমন্ত্রী

মণীশ কীর্তনীয়া বাংলার প্রতি এতটুকু অপমান তিনি কোনোদিন মেনে নেননি আর কখনও নেবেনও না। শনিবার ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...

এসআইআর-এর চাপ! নন্দীগ্রাম-ইলামবাজারে গণইস্তফা বিএলওদের 

এসআইআর পর্বে দুর্ভোগ শুধু ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বাড়ছে বুথ লেভেল অফিসারদের (বিএলও) মধ্যেও। নির্বাচন কমিশনের তরফে প্রতিনিয়ত...

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা, আহত ৩

অনিয়ন্ত্রিত গতির জেরে ফের একবার দুর্ঘটনা মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে রুবির দিক থেকে আসা একটি গাড়ি প্রথমে ডিভাইডার...

SIR ইস্যুতে চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নয়! কমিশনকে চিঠি রাজ্যের 

এসআইআর পর্বে ভোটার তালিকা সংশোধন ঘিরে অনিয়মের অভিযোগে রাজ্যের চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ প্রত্যাহারের আবেদন...