Thursday, January 8, 2026

‘রোহিত শর্মা ষড়যন্ত্র করে টস জেতেন’, অভিযোগ প্রাক্তন এই পাক ক্রিকেটারের

Date:

Share post:

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। কিউইদের বিরুদ্ধে ৭০ রানে জয় পায় রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই ম‍্যাচে টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর এবার এই টস নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সিকন্দর বখত। গতকাল পাকিস্তানের এক টিভি চ্যানেলে সিকন্দর বখত অভিযোগ করেন, রোহিত শর্মা ষড়যন্ত্র করে টস জেতেন।

এই নিয়ে সিকন্দর বখত বলেন,” দেখুন আপনাকে একটা ষড়যন্ত্রের কথা জানাই। অন্য সব দলের অধিনায়ক আর রোহিতের টস করার মধ্যে পার্থক্য আছে। অন্য অধিনায়কেরা টসের সময় কয়েন খুব বেশি উপরে ছোড়ে না। কিন্তু টসের সময় রোহিত শর্মা কয়েন ঘুরিয়ে অনেক দূরে ফেলেন যাতে বিপক্ষ দলের অধিনায়ক এগিয়ে গিয়ে দেখতে না পায় কি পড়েছে হেড না টেল।”

এখানেই না থেমে সিকন্দর বখত আরও বলেন,” টসের পর ম্যাচ রেফারি দেখে জানান হেড না টেল কী পড়েছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত টসে জিতছে। অথচ বিশ্বকাপের আগে জিতছিল না। তাহলে কি ম্যাচ রেফারিও ভারতের পক্ষে টসের ফল বলছে। এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় টস খুবই গুরুত্বপূর্ণ। কোনও দলকে বাড়তি সুবিধা দেওয়া উচিত নয়।” নিজের বক্তব্যের ক্লিপটিও তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

উল্লেখ্য, বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান তোলে রোহিত শর্মার দল। জবাবে রান তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন:ইডেনে বৃষ্টি, ম‍্যাচ ভেস্তে গেলে ফাইনালে রোহিতদের মুখোমুখি কারা, কি বলছে নিয়ম?

spot_img

Related articles

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...

আইএসএলের জন্য তিন ক্লাবকে শুভেচ্ছা মমতার, ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা সরকারের

রাজ্যের খেলাধুলার উন্নয়নে ফের একবার এগিয়ে সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন(BOA) স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল...

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের অভিঘাতে প্রাণহানি! ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও চার নাগরিক। উত্তর ২৪ পরগনার বারাসত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দিনহাটা ১...

রূপনারায়ণে পলি জমা রুখতে ড্রেজিং শুরু, কোলাঘাট বিদ্যুৎকেন্দ্র রক্ষায় পদক্ষেপ রাজ্যের

রূপনারায়ণ নদীতে পলি জমে জলপ্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দূর করতে এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন রাখতে...