পঞ্চায়েত ভোটে নিহ.তদের পরিবারকে চাকরি, সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার

১৯ জন নিহতের পরিবারের এক জন করে সদস্যকে চাকরি দেবে রাজ্য সরকার

কথা রাখলেন মুখ্যমন্ত্রী। কয়েক মাস আগে পঞ্চায়েত ভোটের আবহে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। ১৯ জন নিহতের পরিবারের এক জন করে সদস্যকে চাকরি দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে ছিলেন, পঞ্চায়েত ভোটের অশান্তিতে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সকলের জন্য তিনি মর্মাহত। তাঁদের সকলের পরিবারকে সমবেদনা। সঙ্গে আশ্বাস দিয়েছিলেন, সাহায্যের ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনও ভেদাভেদ হবে না। মৃতদের পরিবারকে রাজ্য ২ লক্ষ টাকা করে দেব৷ হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। এবার কথা রাখলেন মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে, পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারকে চাকরির সিদ্ধান্তে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।

আরও পড়ুন- পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে এবার নয়া নিয়ম! জেনে নিন

Previous articleপুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে এবার নয়া নিয়ম! জেনে নিন
Next articleইজরায়েল-হামাস যুদ্ধে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, গণহত্যার নিন্দায় সরব মোদি