Sunday, May 4, 2025

গাজায় থামল গো.লাগু.লি! কাতারের মধ্যস্থতায় ৪ দিনের যু.দ্ধবিরতি, মুক্ত ৫০ পণবন্দি

Date:

Share post:

ক্ষনিকের জন্য থামল গুলি, বোমার শব্দ। বন্ধ হল এয়ারস্ট্রাইক। আগামী চারদিনের জন্য যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানাল ইজরায়েল এবং হামাস। কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে এই যুদ্ধবিরতি চুক্তি। চুক্তির অংশ হিসেবে ইতিমধ্যে ৫০ জন পণবন্দিকেও মুক্তি দেওয়া হয়েছে হামাসের তরফে। সূত্রের খবর, মঙ্গলবার রাতভর নেতানিয়াহুর মন্ত্রীসভা বৈঠক করে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় পণবন্দিদের মুক্তি দেওয়ার জন্য যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়া হবে। এই পদক্ষেপ কঠিন হলেও বর্তমান সময়ে এটাই সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত বলে জানিয়েছে নেতানিয়াহুর সরকার।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ৫০ জন ইজরায়েলি এবং বিদেশি পণবন্দি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে হামাসের তরফে। তার মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও। আর সেকারণেই আগামী চারদিন বন্ধ থাকবে যুদ্ধ। পাশাপাশি সাফ জানানো হয়েছে, এই চুক্তির পর প্রতি ১০ জন করে পণবন্দি নাগরিককে মুক্তি দিলে আরও একদিন করে অতিরিক্ত যুদ্ধবিরতির পথে হাঁটবে ইজরায়েল। নেতানিয়াহুর প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। তবে এদিন ইজরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর হামাসের তরফ থেকেও একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, মানবিকতার স্বার্থে আমরাও এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। তবে আমরাও দেখতে চাই ১৫০ জন প্যালেস্টাইনিকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ বিরতি বাস্তবায়িত হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। এদিকে হামাসের তরফে ৫০ পণবন্দিকে মুক্তির বিষয়টি প্রকাশ্যে আসার পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার G20 ভার্চুয়াল সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পণবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশাকরি সমস্ত পণবন্দিদের খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে।”

উল্লেখ্য, সোমবারই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিলেন। তিনি দাবি করেন, পণবন্দিদের মুক্তি দেওয়া নিয়ে শীঘ্রই চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। তবে যুদ্ধবিরতির সম্ভাবনার কথা স্বীকার করেছিলেন খোদ হামাসের পলিটিক্যাল চিফ ইসমাইল হানিয়ে। তবে চুক্তির শর্ত নিয়ে একটি কথাও বলেননি হানিয়ে।

 

 

 

 

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...