Thursday, May 8, 2025

কিছুদিন আগে মণিপুরের(Manipur) আকাশে দেখা গিয়েছিল এক অজ্ঞাতপরিচয় উড়ন্ত যান(UFO)। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো জল্পনা শুরু হয় এলাকায়। ওই অজ্ঞাত পরিচয় উড়ন্ত যান নিয়ে শোরগোল শুরু হতেই ২টি রাফায়েল বিমানকে পাঠানো হয় ওই উড়ন্ত যান সম্পর্কে বিশদে খোঁজ নিতে। যদিও গোটা এলাকায় তল্লাশি চালিয়েও কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপরই প্রকাশ্যে আসছে এক নয়া তথ্য। প্রশ্ন উঠছে আদৌ ওটা UFO? নাকি চিনের(China) গুপ্তচর বেলুন? তবে কি আমেরিকার মতো এবার ভারতের মাটিতেও নজরদারি চালাচ্ছে জিনপিং সরকার।

জানা গিয়েছে, গত রবিবার দুপুরে ইম্ফল (Imphal) বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনক উড়ন্ত যানটি নজরে আসে অনেকেরই। সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন করা হয়। নাশকতার আশঙ্কায় বিমানবন্দরে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অজ্ঞাত উড়ন্ত যানটিকে ক্যামেরাবন্দি করেন অনেকেই। ভিডিওয় উড়ন্ত ওই বস্তুটিকে সাদা বেলুনের মতো মনে হয়েছিল। যার সঙ্গে মিল রয়েছে আমেরিকার আকাশে দেখা পাওয়া চিনা বেলুনের। এখানেই দানা বাঁধছে বিতর্ক। যদিও বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ওই অঞ্চল থেকে কিছুই খুঁজে পাওয়া যায়নি কিন্তু অনেকেই সন্দেহ করছেন এই ঘটনায় হাত রয়েছে চিনের।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকার আকাশেও দেখা গিয়েছিল একইরকম চিনা বেলুন। সমুদ্রের ধারে সেটি নজরে আসার পর বেলুনটি গুলি করে নামায় মার্কিন সেনা। চিনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। এরপর আমেরিকা সরকারের তরফে এক রিপোর্ট পেশ করা হয় যেখানে বলা হয় চিনের নিশানায় রয়েছে ৪০ টি দেশ, তার মধ্যে অন্যতম ভারত। যার জেরেই কি ভারতে বেলুন পাঠিয়ে তথ্য চুরির পরিকল্পনা বেজিংয়ের। মণিপুরের ওই উড়ন্ত যান ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version