Thursday, August 28, 2025

গুঞ্জন চলছিল। এবার তাতে পরল শিলমোহর। শেষমেশ অবসরের কথা জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার তারকা ফুটবলার অ‍্যাঞ্জেল ডি মারিয়া। বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়া জানান, আগামী বছর কোপা আমেরিকায় শেষ বারের মতো দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ডি মারিয়া।

অবসরে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়া লেখেন,” আর্জেন্তিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা। এটা যে কতটা যন্ত্রণার সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু কেরিয়ারের সমস্ত সুন্দর মুহূর্তগুলিকে নিয়ে জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। বুকে পাথর চেপে অত্যন্ত কষ্টের সঙ্গে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব যার জন্য এত কষ্ট করেছি, এত ঘাম ঝরিয়েছি, পরিশ্রম করেছি। আমি ফুটবল নিয়ে গর্ব করি। এটা আমার কাছে ভালোবাসা।” পাশাপাশি সতীর্থ খেলোয়াড় থেকে শুরু করে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ডি মারিয়া। সেই পোস্টে তিনি লেখেন, “তোমাদের ভালোবাসা কখনও ভুলব না। খারাপ সময়েও তোমরা পাশে ছিলে। এই স্মৃতিগুলি মনে থেকে যাবে।”

২০১৮-র বিশ্বকাপের পর ডি মারিয়ার কেরিয়ার শেষ হতে চলেছে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু তাঁকে টিমে ফেরান আর্জেন্তিনীয় কোচ লিওনেল স্কোনালি। ২০২২ কাতার বিশ্বকাপে  নীল-সাদা জার্সির জেতার পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডি মারিয়া। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোলও করেন তিনি। ২০০৮-এ নীল-সাদা জার্সিতে খেলা শুরু করেন এই তারকা উইঙ্গার। এখনও পযর্ন্ত দেশের হয়ে খেলেছেন মোট ১৩৬টি ম্যাচ।

আরও পড়ুন:জয় দিয়ে অজিদের বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের, প্রথম টি-২০ ম‍্যাচে জয় পেল ২ উইকেটে

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version