Friday, December 12, 2025

আদালত অ.বমাননার অভিযোগ! কলকাতা হাই কোর্টে হাজিরা রাজ্য নির্বাচন কমিশনারের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ না মানার অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার Rajiv Sinha) বিরুদ্ধে। আর সেই অভিযোগেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। শুক্রবার ওই মামলার শুনানিতে হাই কোর্টে সশরীরে হাজিরা দিলেন রাজীব। উল্লেখ্য, গত শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। আর তার জেরেই এদিন সকালে আদালতে উপস্থিত হন তিনি। তবে এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে উত্তর দেওয়ার সময় দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ রাজীবকে উত্তর দিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে বলে খবর। আগামী বছরের ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

তবে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সাফ জানান, আদালত প্রয়োজন মনে করলে ফের ডেকে পাঠাতে পারে রাজ্য নির্বাচন কমিশনারকে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় এই রুল জারি করে আদালত।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে গত ডিসেম্বরে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানান তিনি। শুভেন্দুর অভিযোগ ছিল, সময়সীমা পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। এরপরই প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন।

 

 

 

 

spot_img

Related articles

সোনালির স্বাস্থ্যের খোঁজ সুপ্রিম কোর্টের: স্বামীকে ফেরানো নিয়ে রায় নতুন বছরে

বাংলাদেশ থেকে সদ্য দেশে, নিজের বাড়িতে ফেরা সোনালি খাতুনের স্বাস্থ্যের খোঁজ নিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে তাঁর...

গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ৫

ফের গুজরাটে (Gujrat) ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Under Construction)। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের আহত হওয়ার...

শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভেন্টিলেশনে খালেদা জিয়া!

অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হতেই...

প্যাটি বিক্রেতাদের উপর হামলাকারীদের সংবর্ধনা শুভেন্দুর! তীব্র ধিক্কার তৃণমূলের

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব...