Monday, August 25, 2025

শাহি সভার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম

Date:

লোকসভা ভোটের আগে একের পর এক বিস্ফোরক মন্তব্যে বঙ্গ বিজেপি নেতাদের প্রবল অস্বস্তিতে ফেলছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। এবার ধর্মতলায় অমিত শাহের সভার আগে ফের দলের সাধারণ কর্মী-সমর্থকদের কাছে বার্তা দিয়ে রাজ্য নেতাদের তোপ দাগলেন অনুপম। যা নিয়ে গেরুয়া শিবিরেড অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে।

আগামী ২৯ নভেম্বর বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির জনসভা। প্রধান বক্তা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বেসুরো অনুপম তাল কাটছেন সভারই।

অনুপম ফের একবার ফেসবুক লাইভ করে কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করে দিলেন রাজ্যে নেতাদের বিরুদ্ধে। ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘প্রচুর বাধান সম্মুখীন হচ্ছি, চোর তৃণমূল ও চোর বিজেপি দুটোই শত্রু, ঘরে বাইরে আমার শত্রু, তাই আমার রিস্ক বেশি।’ একইসঙ্গে তাঁর বিস্ফোরক অভিযোগ, পার্টিতে ধান্দাবাজ রয়েছে, একদিকে পদাধিকারী আর অন্যদিকে রাতে তৃণমূলের সঙ্গে বৈঠক হচ্ছে।

অনুপমের আরও অভিযোগ, অযোগ্য নেতাদের জন্যেই বহু কর্মী অন্য দলে যাওয়ার পরিকল্পনা করছে। দলের কয়েকজনকে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলা লোক বলেও ব্যাখ্যা করেন অনুপম। যোগ্য না হলেও স্তাবক ও কাছের লোকদের জেলা সভাপতি করা হচ্ছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কাছের মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে।

শাহি সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের অভিযোগ, ‘বঙ্গ বিজেপি সাধারণত আমাকে এভাবেই এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্ব এলে সভায় থাকার ইচ্ছা থাকে সকলেরই। আমায় সেখানে ডাকা হয় না।’

আরও পড়ুন:ই.জরায়েল-হা.মাস যু.দ্ধবিরতিতে ২০ বছর পর গা.জায় নেতানিয়াহু!

 

 

 

 

 

 

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version