Thursday, November 6, 2025

স্পিকারকে অসম্মান, বিধানসভায় শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড শুভেন্দু

Date:

Share post:

বিধানসভায় শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মানজনক আচরণের জন্য সাসপেন্ড করা হল শুভেন্দুকে। তবে জানা যাচ্ছে, এই সিদ্ধান্তের পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিতে পারে বিজেপি। এপ্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, আজই সচিবের কাছে এই প্রস্তাব জমা দেওয়া হবে। উল্লেখ্য, গত বছর মার্চ মাসেও বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার সংবিধান দিবস নিয়ে পেশ হওয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়কদের প্রসঙ্গে মন্তব্য করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি মন্তব্য করেন, বিজেপির টিকিটে জয়ী অথচ, তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদের স্পিকার বিজেপি বিধায়ক বলেন। তাঁর এই মন্তব্যের অংশ রেকর্ড থেকে বাদ দিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ‘সতর্ক’ করেন স্পিকার। একইসঙ্গে জানান, বিধানসভার রেকর্ড বিধায়ক যে দলের হিসেবে উল্লেখ রয়েছে তিনি সেটাই বলেন। এহেন পরিস্থিতিতে হঠাৎ নিজের চেয়ার ছেড়ে উঠে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে থাকা একতাড়া কাগজ স্পিকারের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন তিনি। তেড়ে যান স্পিকারের দিকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে সতর্ক করে বলেন, “আপনি স্পিকারের সঙ্গে এই ধরণের আচরণ করতে পারেন না।” পাল্টা শুভেন্দু বলেন, “আবার করব। বেশ করব”। এর পরই অধিবেশন থেকে ওয়াক আউট করেন শুভেন্দুসহ অন্যান্য বিজেপি বিধায়করা।

এই ঘটনায় স্পিকারের বিরুদ্ধে অসংসদীয় ও অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসকদলের অন্যান্য বিধায়ক তাতে সমর্থন জানান। শুভেন্দুকে সাসপেন্ডের প্রস্তাব আসার সময় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মত জানতে চান স্পিকার। তিনি বলেন, “সাংবিধানিক পদকে কিছু না বলাই উচিত। আমার কাস্টডিয়ানকে কেউ যেন অবমাননা না করেন।” এরপরই তৃণমূলের প্রস্তাবে সম্মত হন স্পিকার। গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারিকে।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...